Barak UpdatesHappeningsBreaking News

লায়ন্স ক্লাবের আয়োজন, বিয়ের পিড়িতে ৮ জোড়া পাত্রপাত্রী

ওয়েটুবরাক, ১২ ফেব্রুয়ারি : শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গণে রবিবার লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে ১৯তম গণবিবাহ আয়োজিত হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৮ জোড়া পাত্রপাত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার প্রকল্প সঞ্চালক অংশুকুমার রায় জানান, ২০০৫ সালে তৎকালীন প্রকল্প সঞ্চালক অমরনাথ খাণ্ডেলওয়ালের হাত ধরে গণবিবাহের সিগন্যাচার প্রজেক্ট শুরু করেছিল লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল। বিভিন্ন বাধাবিঘ্ন অতিক্রম করে সংস্থা তাদের সেবামূলক এই প্রকল্পটি বিগত ১৮ বছর ধরে চালিয়ে আসছে। ১৯ বছরে এ পর্যন্ত মোট ৩৮৫ জোড়া নবদম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। অংশুবাবু বলেন, গণবিবাহের জন্য এবছর ১৩ জোড়া পাত্রপাত্রী আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে ৮ জোড়াকে চয়ন করে বিবাহ দেওয়া হয়েছে।

গণবিবাহের সিগন্যাচার প্রজেক্টে এক বছরে সর্বোচ্চ ৩৫টি বিয়ে সম্পন্ন করেছিল লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল। উপত্যকার বিভিন্ন চা বাগান এলাকায় বসবাসকারী আর্থিকভাবে দুর্বল মানুষের সহায়তায় আগামীতে গণবিবাহের সংখ্যা আরও বেশি বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান প্রকল্প সঞ্চালক। এদিন গান-বাজনা, নাচের আসর সহ অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা। বিবাহ শেষে প্রত্যেক নবদম্পতিকে উপহার সামগ্রী তুলে দেন আয়োজকরা। এদিন মারোয়ারি যুব মঞ্চ, আগরওয়াল সেবা সমিতি সহ জেলার বিভিন্ন দল-সংগঠন সহ সাধারণ জনগণ বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন৷ এ দিনের বিশেষ কর্মসূচিতে কানাইলাল কংসবণিক, অরিন্দম ভট্টাচার্য, প্রদীপ বণিক প্রমুখ সক্রিয় ভাবে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker