NE UpdatesHappeningsBreaking News
লাভলিনা বড়গোহাইর সাফল্য কামনায় সাইকেল র্যালিতে হিমন্ত, কৌশিক, দীপায়ন
২১ জুলাই : লাভলিনা বড়গোহাইর সাফল্য কামনায় সাইকেল নিয়ে পথে বেরোলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। শুধু মুখ্যমন্ত্রীই নন, গুয়াহাটির রাজপথে সাইকেল চালক হিসেবে দেখা গেল আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিত দৈমারি, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, উপাধ্যক্ষ ডাঃ নোমেল মোমিন, ক্যাবিনেট মন্ত্রী রঞ্জিত কুমার দাস, অতুল বরা, পরিমল শুক্লবৈদ্য, পীযূষ হাজরিকা, বিমল বরা ও কৃষক নেতা তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈকেও। সঙ্গে ছিলেন কাছাড় জেলার লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌশিক রায় ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ আরও বেশ কয়েকজন বিধায়ক।
২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত টোকিওতে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। আর এতে যোগ দিতে তৈরি আসামের কন্যা লাভলিনা বড়গোহাই। টোকিও অলিম্পিকে ভাল প্রদর্শন করুন লাভলিনা, এই বার্তা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে গুয়াহাটির পথে বেরোল ‘গো ফর গ্লোরি’ সাইকেল র্যালি। মহানগরের লাস্ট গেট থেকে উলুবাড়ির নেহরু স্টেডিয়াম পর্যন্ত সাইকেল চালান মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রী ও বিধায়করা। রাজ্যবাসীর আশা, টোকিও থেকে নিশ্চয়ই পদক নিয়ে আসবেন লাভলিনা।
এর আগে মঙ্গলবার টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করা আসামের প্রথম মহিলা হিসেবে লাভলিনার সাফল্য কামনা করে আসাম বিধানসভায় শুভেচ্ছা প্রস্তাব পাঠ করা হয়। বিধানসভায় সরকারের হয়ে এই শুভেচ্ছা প্রস্তাব পাঠ করেন সংসদীয় পরিক্রমা দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকা। লাভলিনাকে নিয়ে সরকারের আনা এই শুভেচ্ছা প্রস্তাবকে শাসক ও বিরোধী দলের সব বিধায়করা স্বাগত জানান। সবাই অলিম্পিকের জন্য লাভলিনাকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।