India & World UpdatesHappenings

প্রকাশ্যে থুতু ফেললে দুর্যোগ মোকাবিলা আইনে শাস্তি, নয়া নির্দেশিকা
Spitting in public place will now attract punishment

১৫ এপ্রিল: প্রকাশ্যে মানুষের সামনে থুতু ফেললে এবারে শাস্তির খাড়া নেমে আসতে পারে। বিপর্যয় মোকাবিলা আইনের ৫১(বি) আইন অনুসারে জনসমক্ষে থুতু ফেলাটা এখন শাস্তিযোগ্য অপরাধ। বুধবার এব্যাপারে জানিয়েছে  স্বরাষ্ট্রমন্ত্রক। করোনা সংকটের এই সময়ে দেশজুড়ে জারি রয়েছে বিপর্যয় মোকাবিলা আইন। আর এই আইনের গাইডলাইনে কিছুটা পরিবর্তন এনেই  নতুন এই নিয়ম বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
তবে, জনসমক্ষে থুতু ফেললে যে কেবল শাস্তি হবে তা কিন্তু নয়। দিতে হবে জরিমানাও, এও জানানো হয়েছে। শুধু থুথু ফেলা প্রসঙ্গেই নয়, এই আইনের গাইডলাইনে বেশ কিছু সংযোজন করা হয়েছে। এই অনুযায়ী সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।  মদ, গুটকা, তামাক বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।
ইতিমধ্যে বৃহন্মুম্বাই পুরসভা  থুতু ফেলার ক্ষেত্রে ১,০০০ টাকা জরিমানার কথা ঘোষণা করেছে। একই নিয়ম রয়েছে দিল্লির বহু পুরসভায়ও। করোনা মোকাবিলায় বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানা, নাগাল্যান্ড ও অসম এরই মধ্যে ধোঁয়াহীন তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ জনসমক্ষে থুতু ফেলাটাও। উল্লেখ্য, শাস্তি ও জরিমানা সংক্রান্ত নির্দেশ বিপর্যয় মোকাবিলা এক্ট ২০০৫ অনুসারে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমেই বাস্তবায়িত হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker