NE UpdatesHappeningsBreaking News
লাচিতের উপর প্রবন্ধ লিখে বিশ্বরেকর্ড আসামের
ওয়েটুবরাক, ৯ মার্চ: একটি বিষয়ের উপরে সর্বাধিক হাতে লেখা প্রবন্ধের জন্য বিশ্ব রেকর্ড গড়ল অসম। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, আহোম সেনাপতি লাচিত বরফুকনের চারশোতম জন্মজয়ন্তী উপলক্ষে বিশ্বজুড়ে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। নভেম্বরে প্রবন্ধ আপলোডের জন্য পোর্টাল চালু করে রাজ্য সরকার। সেখানে স্ক্যান কপি জমা দেওয়া বা সরাসরি লেখার বিকল্প ছিল। সেখানে সব মিলিয়ে ৫৭ লক্ষ প্রবন্ধ জমা পড়েছিল। কিন্তু বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ শুধু হাতে লেখা ৪২,৯৪,৩৫০টি প্রবন্ধকে স্বীকৃতি দেয়। সেগুলির প্রত্যেকটি যাচাই করা হয়। বিশ্বে কখনও একই বিষয়ে এত প্রবন্ধ জমা পড়েনি। বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ আজ অসমের মুখ্যমন্ত্রীর হাতে শংসাপত্র তুলে দেয়। সেই সঙ্গে, এ বারের বিহুতে সরুসজাই স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সামনে ১১ হাজারের বেশি পুরুষ ও মহিলা বিহু নাচ ও গানে অংশ নেবেন। সেটিও বিশ্বরেকর্ড হতে চলেছে। রাজ্যের তরফে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল ও জি-২০ দেশগুলির রাষ্ট্রদূতদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে।
প্রসঙ্গত, লাচিতকে নিয়ে লেখা প্রবন্ধের মধ্যে অসমিয়া ভাষায় ৩৫,৯০,৯১৮, ইংরাজিতে ৪,০৫,৬১৭, বাংলায় ২,৪৭,৭৩৩, বড়ো ভাষায় ১,২০,৪১৭টি প্রবন্ধ রয়েছে। এমনকী আরবি, ফার্সি, উর্দু, তাই, তেলুগু, কোরিয়ান ভাষাতেও প্রবন্ধ লেখা হয়েছে।