India & World UpdatesHappeningsBreaking News
লকডাউন অবৈধ, মাদ্রাজ হাইকোর্টে পিআইএল, সরকারকে নোটিশ
১৭ জুন: এপিডেমিক অ্যাক্ট বা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর কোনও বৈধ মঞ্জুরি ছাড়াই করোনা পর্বে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র ও রাজ্য। আর এতে আমজনতার চলাচলের ন্যূনতম অধিকারও খর্ব হচ্ছে । এমন যুক্তি তুলে ধরে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন এক ব্যক্তি। আবেদনকারী এম ইম্যানভুয়েল আর্জি রেখেছেন আদালত যাতে লকডাউন প্রত্যাহারের নির্দেশ দেয়। কারণ সাধারণ মানুষের প্রাথমিক চলাচলও আটকে দিয়েছে এই লকডাউন।
আবেদনে এও উল্লেখ করা হয়, সান্ধ্য আইনের মতো নিষেধাজ্ঞার সঙ্গে করোনা সংক্রমণ ছড়ানোর কোনও সম্পর্ক থাকতে পারে না। তবে, এক্ষেত্রে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব রয়েছে যথেষ্ট। নিষেধাজ্ঞার দরুন দেশের ৯৩ শতাংশ জীবিকা প্রভাবিত হয় বলেও জানানো হয়। লকডাউনে কোনও না কোনও ক্ষেত্রে মৌলিক অধিকার খর্ব হয়েছে, এমন কথাও মামলায় এনেছেন আবেদনকারী এম ইম্যানভুয়েল।
সোমবার ভিডিও কনফারেন্সে মামলার শুনানি হয়। হাজির ছিলেন আবেদনকারীও। এই মামলায় বিচারক আর সুব্বা ও কৃষ্ণন রামস্বামীর দুই সদস্যের ডিভিশন বেঞ্চ তামিলনাড়ু সরকারের উদ্দেশে এক নোটিশ জারি করেন। জানিয়ে দেন ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে হবে৷