NE UpdatesBarak UpdatesHappenings
লকডাউনে জনতার পাশে এবিভিপি, মুখ্যমন্ত্রীর প্রশংসা
১ জুন : লকডাউনে যখন সারা রাজ্য স্তব্ধ ,তখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আসাম প্রদেশেও সেবাকাজের মাধ্যমে জনসাধারণের কাছে পৌছায়৷ ৩৩টি জেলার বিভিন্ন স্থানে পরিষদের কার্যকর্তা-সদস্যরা অসহায় মানুষদের খাদ্যসামগ্রী প্রদান করে৷ সেজন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷
অসমের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল বলেন, ‘আমি লক্ষ্য করেছি, আসামের ৩৩টি জেলাতেই বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা অসহায় জনসাধারণকে খাদ্য-চিকিৎসাসামগ্রীর প্রদান করেছেন, রাস্তাঘাটে জীবজন্তুকে খাবার দিয়ে মহান আদর্শ দেখিয়েছেন। আমি বিশ্বাস রাখি, কর্মের মাধ্যমে যুব শক্তি আজ যে আদর্শ দেখাচ্ছে তা মানবজাতিকে সেবাকাজের জন্য উদ্ধুদ্ধ করবে৷ ”
এবিভিপির শিলচর শাখা থেকে জানানো হয়েছে, সমগ্র দেশে বিদ্যর্থী পরিষদ দ্বারা #Seba4NorthEast নামে যে ট্রেন্ড চলছে তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর এউ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় । #Seba4NorthEast ট্রেন্ডের মাধ্যমে বিদ্যার্থী পরিষদ উত্তর পুর্ব ভারতের জন্য এই লকডাউনে যে সেবাকাজগুলো করেছে তা সমগ্র দেশবাসীর সামনে তুলে ধরা হয়েছে ।
এই লকডাউনের সময় তাঁর সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবিভিপির শিলচর শাখা তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায়৷