Barak UpdatesHappeningsBreaking News
রোটারেক্ট ক্লাব শিলচরের নতুন সমিতি দায়িত্ব নিল
ওয়েটুবরাক, ১৪ জুলাই: শনিবার রোটারেক্ট ক্লাব শিলচরের ২৩তম অভিষেক অনুষ্ঠানে সভাপতি হিসেবে রোটারেক্টর দেবাশিষ দে দায়িত্বভার সমঝে নিলেন। নতুন সম্পাদক হলেন চন্দ্রাণী ভট্টাচার্য৷
শিলচর রোটারি ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সভাপতি প্রসেনজিৎ দেবনাথ ও বিদায়ী সম্পাদক পঙ্কজ কান্তি সিনহা নতুন সভাপতি ও সম্পাদকের হাতে ক্লাবের চার্টার, কলার তুলে দেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর রোটারি ক্লাবের সভাপতি সুরমিতা রায় পোদ্দার৷ সম্মানিত অতিথি শিলচর রোটারি ক্লাবের রোটারেক্ট কমিটি চেয়ার সুশান্ত বসাক, বিশেষ অতিথি রোটারেক্ট জেলা ৩২৪০ প্রতিনিধি আলোকা দে।
মুখ্য অতিথির ভাষণে সুরমিতা রায় পোদ্দার বলেন, শিলচর রোটারি ক্লাব সবসময় রোটারেক্ট ক্লাবের সাথে আছে৷ আজকের সমাজে যুব সমাজের অনেক দায়িত্ব রয়েছে৷ রোটারেক্টররা সে সব ক্ষেত্রে সব সময় সদর্থক ভূমিকা পালন করে চলেছে৷ নতুন কমিটি একে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।রোটারেক্ট কমিটি চেয়ার সুশান্ত বসাক ক্লাবের স্বার্থে যে কোনও রকমের পরামর্শ ও সহযোগিতার অঙ্গীকার করেন। পুরনো সদস্যদের থেকে পরামর্শ-শলা নিয়ে ক্লাবের ঐতিহ্যধারাকে বজায় রেখে আগামীতে এই ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে বলেন রোটারেক্ট জেলা প্রতিনিধি আলোকা দে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ক্লাবের সদস্য সুহান আহমেদ স্বপ্নীল ও মৌমিতা মালাকার।
উল্লেখ্য, বিদায়ী সভাপতি প্রসেনজিৎ দেবনাথ সংবর্ধনা অনুষ্ঠান এবং বার্ষিক পুরস্কারও বিতরণ করেন।