Barak UpdatesAnalyticsBreaking News
রোটারি গ্রিনল্যান্ডের বিচারে শিলচরে সেরা মণ্ডপ আপনজনের, প্রতিমা পাবলিক স্কুল রোডে
ওয়ে টু বরাক, ২৯ অক্টোবর : এ বছর শারদীয় দুর্গাপূজায় সেরা কমিটিগুলোকে পুরস্কার দিল রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর। ক্লাবের বিচারে প্রতিমায় সেরা হয়েছে পাবলিক স্কুল রোডের দক্ষিণ বিলপার দুর্গাপূজা কমিটি। দ্বিতীয় তারাপুর রাইস মিল ও তৃতীয় হয়েছে রাধামাধব রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এ বার মণ্ডপ সজ্জায় সেরা হয়েছে বিলপার পদ্মনগর আপনজন সর্বজনীন পুজো কমিটি। দ্বিতীয় তারাপুর প্রথম পল্লির পুজো ও তৃতীয় হয়েছে বিলপার দুর্গাবাড়ি সর্বজনীন দুর্গাপূজা কমিটি।
গ্রামাঞ্চলের বারোয়ারি পূজায় প্রতিমায় প্রথম স্থান অর্জন করেছে দুধপাতিল দুর্গাবাড়ি পূজা কমিটি। দ্বিতীয় হয়েছে ছোট দুধপাতিল বাগান নাচঘর পূজা কমিটি। তৃতীয় পুরস্কার পেয়েছে শালচাপড়া পূজা কমিটি। বাড়ির পূজায় প্রতিমায় সেরা হয়েছে শিলচর রাঙ্গিরখাড়ি এলাকার বাবা তারকনাথ মন্দির সংলগ্ন বণিক বাড়ির পুজো। দ্বিতীয় হয়েছে অবনীমোহন বণিক বাড়ির পুজো। ক্লাবের তরফে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে উধারবন্দ হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটিকে।
ক্লাবের পুরস্কার বিতরণী কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারির অ্যাসিস্ট্যান্ট গভর্নর ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্য, ক্লাব সভাপতি বিশ্বজিৎ বণিক, সম্পাদক রণজিৎ ভট্টাচার্য, সাবেক সভাপতি মধুমিতা পাল, প্রসেনজিৎ ঘোষ, সহ-সভাপতি অজয় আগরওয়াল, সদস্য দেবশ্রী বণিক, জয়তী বণিক, রাজু দেব, সুব্রত সাহা প্রমুখ।