NE UpdatesHappeningsBreaking News
আড়াই বছরে আসামে ধরা পড়েছে ১৮০০ কোটি টাকার মাদক, দাবি হিমন্তের
ওয়েটুবরাক, ৮ নভেম্বর : মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে আসামে। ২০২১ সালের ১০ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পরে এ ব্যাপারে কোথাও আপস করেননি, এমনটাই দাবি হিমন্ত বিশ্ব শর্মার। তিনি রাজ্যে বেআইনি মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়েছেন। ফলে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে মাদক। বাজেয়াপ্ত করা এই ড্রাগস-এর আর্থিক মূল্য প্রায় ১৭৯৪.০৫ কোটি টাকা। এই ঘটনায় এখন পর্যন্ত ৭৪৪৮টি মামলা দায়ের এবং ১২২২৯জনকে গ্রেফতার করা হয়েছে। যে মাদক উদ্ধার হয়েছে তার মধ্যে হেরোইন রয়েছে প্রায় ৩১৭ কিলোগ্রাম।
রাজ্যকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়েছেন বলেই জানান মুখ্যমন্ত্রী শর্মা।