Barak UpdatesHappeningsBreaking News
রেলস্টেশনে লায়নস-লিওর সাফাই অভিযান
ওয়েটুবরাক, ২৩ সেপ্টেম্বর : মাতৃভাষা বাংলার সম্মান রক্ষার্থে এগারো জন শহিদ হয়েছিলেন যে স্থানে, সেই পবিত্র জায়গাকে পরিচ্ছন্ন রাখতে তৎপর হল লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার এবং তাদের যুব শাখা লিও ক্লাব অব শিলচর গ্রেটার। গত বুধবার সকালে তারা শিলচর রেল স্টেশনে পরিচ্ছন্নতায় হাত লাগান। সে দিন শিলচর গ্রেটারের ১০ জনের একটি টিম তাতে অংশ নেন। তাদের এই প্রকল্পকে বাস্তবায়ন করতে সহযোগিতা করেন স্টেশন সুপারিন্টেনডেন্ট বিপ্লব দাস।
লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের ডিস্ট্রিক্ট ৩২২জি -এর রিজিওন চেয়ারপার্সন সব্যসাচী রুদ্রগুপ্ত, সভাপতি আনন্দ ঘোষ, সম্পাদিকা লাকি দাস, কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং চেয়ারপার্সন শিবম দাস। লিও ক্লাব অব শিলচর গ্রেটারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সভানেত্রী নেহা চক্রবর্তী, সহ-সভাপতি রেশব পুরকায়স্থ, সম্পাদিকা পর্ণশ্রী দাস, সার্ভিস ডিরেক্টর সৌম্যজ্যোতি ভট্টাচার্য, ক্লাব এডিটর পূরবী দাস এবং সদস্য রৌশন কুমার সিং। এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানান তাঁরা।