Barak UpdatesHappenings
রেপিড-আরটিপিআরসি দুটোতেই নেগেটিভ, সিটি স্ক্যানে কোভিড
৩ সেপ্টেম্বরঃ রোগীর জ্বর-সর্দি-কাশি সহ নানা সমস্যা লেগেই রয়েছে। প্রাথমিক পর্যায়ে তাঁদের রেপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। রেজাল্ট নেগেটিভ। সন্দেহ হওয়ায় ডাক্তাররা আরটিপিসিআর টেস্ট রিপোর্টটা ভাল করে দেখেন। নেগেটিভই। কিন্তু ওষুধে কাজ হচ্ছে না কেন, চিন্তায় পড়ে যান শিলচর মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞরা। তাও একজন রোগীর ক্ষেত্রে এমন ঘটছে, তা নয়। পরপর তিন রোগীর একই সমস্যা। তাঁদের দুইজন আবার নিজেরাই চিকিতসক। তৃতীয়জন সাধারণ রোগী।
বৃহস্পতিবার তিনজনেরই সিটিস্ক্যান করা হয়। ধরা পড়ে, কোভিডে আক্রান্ত। নিউমোনিয়া বাসা বেঁধেছে তাঁদের শরীরে। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানান, তিনজনকেই ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, কোভিড নিশ্চিত হতে উন্নত দেশে সিটিস্ক্যান বাধ্যতামূলক। ভারতে এই সময়ে তা বাধ্যতামূলক করা অসম্ভব। কারণ আরটিপিসিআর করে রিপোর্ট পেতে গিয়েই বহু জায়গায় সপ্তাহ পেরিয়ে যায়। এ ছাড়া, নমুনা পরীক্ষার জন্য যে কোনও জায়গা থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো যায়। সিটিস্ক্যানের ক্ষেত্রে মানুষকে ল্যাবরেটরিতে হাজির হতে হবে।