NE UpdatesBarak UpdatesBreaking News

জমির অধিকার বিল, উৎকণ্ঠায় বরাক
Land acquisition Bill, Barak tensed

২২ ডিসেম্বর: সংশোধিত নাগরিকত্ব আইনে বরাকের বাঙালির কতটা লাভ হয়েছে, বলা মুশকিল৷ মুসলমান বাঙালিদের তো লাভের প্রশ্নই ওঠে না৷ কিন্তু ক্যা- বিরোধীদের বাগে আনতে এখন কেন্দ্র ও রাজ্য সরকার একের পর এক ঘোষণা করে চলেছে৷ তাতে উদ্বেগ বাড়ছে বরাকবাসীর৷

আগেই কেন্দ্র অসম চুক্তির ৬ নং ধারা বাস্তবায়নে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেয়৷ তাদের খসড়া প্রস্তাব অসমিয়াদের ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য রক্ষায় চাকরি, উচ্চশিক্ষা ও বিধানসভায় তাদের জন্য ১০০ শতাংশ সংরক্ষণ হোক৷ ভূমির অধিকার থাকবে একমাত্র অসমিয়াদের, এও তাদের খসড়ায় স্থান দেওয়া হয়েছে৷ এই খসড়া চূড়ান্ত হওয়ার আগেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শনিবার সিদ্ধান্ত হয়েছে, ‘ভূমিপুত্রদেরই ভূমির অধিকার’ সংক্রান্ত বিল আনা হবে বিধানসভার আগামী অধিবেশনে৷ তাতে বরাক উপত্যকার মানুষ উৎকণ্ঠিত৷ নাগরিক অধিকার রক্ষা সমিতির প্রধান সম্পাদক সাধন পুরকায়স্থ বলেন, বাঙালির জমি হাতছাড়া করানোর লক্ষ্যেই এই আইন আনা হচ্ছে৷ তাতে নিজের জমিতে আপাতত নিজে বসবাসের অধিকারই শুধু পাবেন৷ বেচাকেনা চলবে না৷ তাঁর কথায়, সরকার বরাকবাসীকে আলাদা হওয়ার মানসিকতায় ঠেলে দিচ্ছে৷

একই কথা বলেন বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সহসভাপতি ইমাদউদ্দিন বুলবুল৷ তাঁর কথায়, আমরা সকল জনগোষ্ঠীকে নিয়ে মিলেমিশে অসমেই থাকতে চাই৷ কিন্তু একের পর এক নিয়মনীতি করে সরকার আমাদের পৃথক রাজ্যের দাবি তুলতে বাধ্য করছে৷ তিনি বলেন, এ গোটা রাজ্যে জমির অধিকার সীমিত করা সংবিধানবিরোধী৷ মুখে এক নেশন-এর কথা বলে সরকার বিভাজনেরই রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি৷ মিজোরামের পর মণিপুর-মেঘালয়েও ইনার লাইন পারমিট চালু করা এই উদ্দেশ্যেই বলে মন্তব্য করেন তিনি৷

বিজেপি নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ অবশ্য ওইসব আশঙ্কা অমূলক বলে উড়িয়ে দেন৷ তিনি বলেন, দুদিন আগে বাংলাভাষা গেল-গেল বলে হইচই হল৷ কিন্তু শনিবারের মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত হয়েছে, অসমিয়া রাজ্যভাষা হলেও ব্যতিক্রম বরাক ও বড়োল্যান্ড৷ ওই দুই জায়গায় সরকারি ভাষা হবে বাংলা ও বড়ো৷ কবীন্দ্রবাবু আশাবাদী, বিল তৈরি হলে দেখা যাবে, এভাবেই বরাকের বাঙালিদের জমি কেনাবেচায় কোনও সমস্যা হবে না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker