NE UpdatesHappeningsBreaking News
রেগিং কাণ্ডে এক ছাত্র গ্রেফতার, তিন ওয়ার্ডেনকে জেরা
ওয়েটুবরাক, ৩০ নভেম্বর : ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে রেগিঙের ঘটনায় অভিযুক্ত এক ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে৷ ধৃত শুভ্রজিৎ বরুয়া রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেমিস্টারের ছাত্র৷ রেগিঙের শিকার আনন্দ শর্মা হোস্টেলের ছাদ থেকে লাফিয়ে গুরুতর জখম হলে অন্য অভিযুক্তদের মতো শুভ্রজিৎও পালিয়ে বেড়াচ্ছিল৷ মঙ্গলবার রাতে টিংখাঙ থেকে ধরে আনা হয়েছে তাকে৷ বাইকে চেপে আরও কোথাও পালানোর সময় তাকে গ্রেফতার করে পুলিশ৷ মূল অভিযুক্ত প্রাক্তন ছাত্র রাহুল ছেত্রি এখনও পলাতক৷
মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত পেয়ে পুলিশ রেগিং মামলায় কঠোরতর হয়ে উঠেছে৷ বুধবার বিশ্ববিদ্যালয়ের ৩ ওয়ার্ডেনকে থানায় ডেকে এনে দীর্ঘক্ষণ জেরা করা হয়৷ ওয়ার্ডেন দিব্যজ্যোতি দত্ত, পলাশ দত্ত ও আবু মুস্তাকুর ওইদিন আনন্দের হোস্টেলেই ছিলেন৷ তাঁরা বিষয়টি জানতেন না, নাকি জেনেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন, তাই জানতে চাইছে পুলিশ৷
এ দিকে, নবকুমার নেওয়ার নামে এক ছাত্রকেও থানায় আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ নবকুমার ছাত্র মুক্তি সংস্থার সদস্য৷
ডিব্রুগড়ের আদিত্য চিকিৎসালয়ের চিকিৎসকরা জানিয়েছেন, আনন্দ শর্মা মেরুদণ্ডে প্রচণ্ড চোট পেয়েছেন৷ বৃহস্পতিবার অস্ত্রোপচার করা হবে৷ কোথায় অস্ত্রোপচারটি হবে, তা এখনও চূড়ান্ত হয়নি৷ বুধবার সকালে আনন্দকে দেখতে হাসপাতালে যান ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জিতেন হাজরিকা৷ তিনি ঘোষণা করেন, ডাক্তার ও পরিবারের সদস্যদের আপত্তি না থাকে তবে বৃহস্পতিবারই এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হবে৷