Barak UpdatesIndia & World UpdatesHappeningsCultureBreaking News

রূপমের প্রতিযোগিতায় সেরা প্রযোজনা কলকাতার, শ্রেষ্ঠ অভিনেতা সোমশিখা-সমরজিৎ

ওয়েটুবরাক, ১২ এপ্রিল : রূপম আয়োজিত নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় একাঙ্ক বাংলা নাটক প্রতিযোগিতা সোমবার শেষ হয়েছে৷ আজ মঙ্গলবার হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ এ বারের ৪১-তম প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা :

Rananuj
  • শ্রেষ্ঠ প্রযোজনা : রানিকুঠি জিয়নকাঠি, কলকাতা৷ নাটক : আশ্চর্য বসন্ত৷
  • দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনা : আজকের প্রজন্ম, শিলচর৷ নাটক : চাইছি তোমার বন্ধুতা ৷
  • তৃতীয় শ্রেষ্ঠ প্রযোজনা : অভিমুখ, উদয়পুর৷ নাটক : চন্দ্রাবতীর পালা৷
  • চতুর্থ শ্রেষ্ঠ প্রযোজনা : গণসুর, শিলচর৷ নাটক:  মহাবিদ্যা৷

  • দর্শকদের বিচারে শ্রেষ্ঠ প্রযোজনা : গণসুর, শিলচর৷ নাটক:  মহাবিদ্যা৷
  • শ্রেষ্ঠ পরিচালক : কল্লোল মুখার্জি, রানিকুঠি জিয়নকাঠি, কলকাতা৷ নাটক : আশ্চর্য বসন্ত৷
  • দ্বিতীয় শ্রেষ্ঠ পরিচালক : সায়ন বিশ্বাস, আজকের প্রজন্ম, শিলচর৷ নাটক : চাইছি তোমার বন্ধুতা ৷
  • তৃতীয় শ্রেষ্ঠ পরিচালক : অভিজিৎ দাস, অভিমুখ, উদয়পুর ৷ নাটক : চন্দ্রাবলীর পালা৷
  • চতুর্থ শ্রেষ্ঠ পরিচালক : প্রদীপ দাস, গণসুর, শিলচর৷ নাটক:  মহাবিদ্যা৷

  • শ্রেষ্ঠ পাণ্ডুলিপি : ইন্দ্রনীল দে, আজকের প্রজন্ম, শিলচর৷ নাটক : চাইছি তোমার বন্ধুতা৷
  • শ্রেষ্ঠ অভিনেতা : সমরজিৎ দাস, জাহ্নবী, কলকাতা৷ নাটক : গন্ধযান
  • দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেতা : অমরজিৎ পাণ্ডে, রেস পয়লাপুল৷ নাটক : চল কাবাডি
  • তৃতীয় শ্রেষ্ঠ অভিনেতা : প্রদীপ দাস, গণসুর৷ নাটক :  মহাবিদ্যা৷
  • চতুর্থ শ্রেষ্ঠ অভিনেতা : সুরজিৎ দেব, বিশ্ববীণা, করিমগঞ্জ ৷ নাটক : ভাঙা নাগেশ্বর ৷

  • শ্রেষ্ঠ অভিনেত্রী : সোমশিখা মজুমদার, আজকের প্রজন্ম, নাটক : চাইছি তোমার বন্ধুতা
  • দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেত্রী : স্নিগ্ধা সরকার, অভিমুখ, উদয়পুর৷ নাটক :  চন্দ্রাবতী পালা
  • তৃতীয় শ্রেষ্ঠ অভিনেত্রী : পারমিতা পাল, নান্দনিক, শিলচর৷ নাটক : জন্মভূমির বর্ণপরিচয়৷
  • চতুর্থ শ্রেষ্ঠ অভিনেত্রী : মিতালী রাজকুমারী, দশরূপক, শিলচর৷ নাটক : কালচক্র৷

  • শ্রেষ্ঠ সহ-অভিনেতা রবীন্দ্রনাথ মুখার্জি (৮৪), রানিকুঠি জিয়নকাঠি, কলকাতা৷ নাটক : আশ্চর্য বসন্ত৷
  • দ্বিতীয় শ্রেষ্ঠ সহ-অভিনেতা : চিত্রভানু ভৌমিক, দশরূপক৷ নাটক : কালচক্র৷
  • তৃতীয় শ্রেষ্ঠ সহ-অভিনেতা : পঙ্কজ গোস্বামী, বিশ্ববীণা, করিমগঞ্জ৷ নাটক : ভাঙা নাগেশ্বর৷

  • শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী : অন্বেষা কর্মকার, মরীচিকা,  দমদম ৷ নাটক : পাগলাঘোড়া৷
  • দ্বিতীয় শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী : শুকতারা সংকল্প, বিবর্তন, হাইলাকান্দি৷ নাটক : অসুখের উৎসব৷
  • তৃতীয় শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী : জয়শ্রী ভূষণ, নাট্যাঙ্গন, নাটক : রসায়ন৷

  • শ্রেষ্ঠ আবহসঙ্গীত :  প্রসন্ন সূত্রধর, অনাসৃষ্টি, কোচবিহার৷ নাটক : বাল্মীকি আজও ভাবছেন৷
  • শ্রেষ্ঠ রূপসজ্জা : অভীক সেনগুপ্ত, দশরূপক, শিলচর৷ নাটক : কালচক্র৷
  • শ্রেষ্ঠ আলোকসজ্জা : গৌরব মুখার্জি, জাহ্নবী, কলকাতা৷ নাটক : গন্ধজাল৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker