NE UpdatesHappeningsBreaking News
রাহুলের ভিড় ভোটে পরিণত হয় না, বললেন আজমল
ওয়েটুবরাক, ৮ জানুয়ারি : রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি লোকসভা নির্বাচনের ফলাফলে কোনও প্রভাব ফেলবে না। এমনটাই ভবিষ্যদ্বাণী ইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমলের৷ তিনি বলেন, ‘রাহুল গান্ধী নেহরু পরিবারের সদস্য। তিনি যেখানে যান, লোকেরা তাঁকে একধরনের নায়ক হিসেবে দেখতে ভিড় করেন। তবে এই ভিড় ভোটে পরিণত হয় না।’
রাহুল গান্ধী আগামী ১৪ জানুয়ারি মণিপুর থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করবেন। এই পর্যায়ে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ১১১টি জেলা জুড়ে প্রায় ৬ হাজার ৭১৩ কিলোমিটার পথ পরিক্রমা করবেন তিনি।
আসাম প্রদেশ কংগ্রেস মুখপাত্র ববিতা শর্মা আজমলের এই মন্তব্যে প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন, কংগ্রেস ইউডিএফকে ইন্ডিয়া জোটে অন্তর্ভুক্ত করেনি বলেই তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে বলাবলি করছেন। তাঁর প্রকৃত চরিত্র সম্পর্কে সকলেই অবগত। তাঁর কথাবার্তায় কংগ্রেসের কোনও অসুবিধা হবে না। কারণ, সাধারণ মানুষ বুঝতে পেরেছেন, বদরুদ্দিন আজমল ও ইউডিএফ বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন।