Barak UpdatesHappeningsBreaking News
রাস্তা খারাপ, বড়খলায় রোগীকে সাইকেলে আনলেন অ্যাম্বুলেন্স চালক
ওয়েটুবরাক, ২৯ মেঃ স্বামী-স্ত্রী দুজনেই করোনায় আক্রান্ত। তাঁদের আনার জন্য ফোন করেছিলেন ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবায়। দ্রুত গিয়েছিলেন চালক ইসলামুদ্দিন। সঙ্গে ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিসিয়ান জয়নুর আলি। কিন্তু কাছাড় জেলার বড়খলা এলাকার তেলিপাড়ায় যে গাড়ি ঢোকে না। কাঁচা রাস্তা, এবড়ো-থেবড়ো টিলা এলাকা। রোগীর বাড়ির দেড় কিলোমিটার আগেই গাড়ি থেমে গেল। হেঁটে তাঁদের বাড়ি গেলেন জয়নুর-ইসলামুদ্দিন।
অন্য সময় প্রতিবেশীরাই রোগীদের কোলে-কাঁধে করে বা টুকরিতে বসিয়ে হাসপাতালে নিয়ে যান। কিন্তু এরা যে কোভিড পজিটিভ। প্রতিবেশীদের কেউ এগিয়ে আসছিলেন না। এ বার কী করা! মহিলা বললেন, তিনি হেঁটে যেতে পারবেন। সমস্যা হল স্বামীকে নিয়ে। তাঁর পা ফেলার ক্ষমতা নেই। হঠাৎ ইসলামুদ্দিনের নজরে পড়ে বাড়িতে একটি সাইকেল আছে। পিপিই কিট পরেই তিনি রোগীকে সাইকেলে বসিয়ে নিয়ে এলেন৷ বৃষ্টিতে কর্দমাক্ত রাস্তা। অনেক জায়গায় পা রাখা কষ্টকর ঠেকছিল৷ পেছনে হাঁটছিলেন জয়নুর ও ওই রোগিনী৷ পরে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে স্বামী-স্ত্রীকে এনে ভর্তি করান শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
কোভিড রোগীকে নিয়ে সাইকেল যাত্রার কথা জেনে কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি ১০৮ পরিষেবার জেলা টিমকে সাধুবাদ জানান।
টিমের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এগজিকিউটিভ সাহেদ আলম লস্কর জানালেন, নিত্য তাঁদের এ ধরনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগোতে হয়। রোগীরা সুস্থ হয়ে উঠলে তাঁরা আনন্দ পান৷ তেলিপাড়ার স্বামী-স্ত্রীও দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা করছেন সাহেদ৷
তবে জেলা প্রশাসন নিজেদের ফেসবুকে এই ছবি পোস্ট করার পর রাস্তার এই অবস্থার জন্য সমালোচিতও হচ্ছে৷ ফেসবুকে বিধায়ক, প্রাক্তন বিধায়কদেরও তুলোধোনা চলছে৷