Barak UpdatesHappenings

২০০ টাকা দিলেই নন-কোভিড সার্টিফিকেট!
Non-Covid certificate available at Rs.200 only !

৯ অগস্ট: ২০০ টাকা দিলেই কোভিড সার্টিফিকেট মিলছে উত্তর করিমগঞ্জ অঞ্চলে৷ টেস্টের দরকার নেই৷ রিপোর্ট আসারও ব্যাপার নেই৷ কোভিডের সংক্রমণ ঘটেনি, নিজের প্যাডে এই কথা লিখে দিচ্ছেন করিমগঞ্জ জেলার লাতু-র ডা. একে ভট্টাচার্য৷ শুধু ২০০ টাকা দিলেই সার্টিফিকেট তৈরি৷ এমন সার্টিফিকেট হাতে পড়তেই ডা. ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর স্ত্রী ফোন ধরে কান্নাকাটি জুড়েন৷

Rananuj

বলেন, ডাক্তারবাবু সাদাসিধে মানুষ৷ তাকে বুঝিয়ে শুনিয়ে একজন ওই সার্টিফিকেট নিয়ে যায়৷ স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, কোনও চিকিৎসক এ ভাবে কোভিড সার্টিফিকেট দিতে পারেন না৷ সে জন্য পৃথক প্রটোকল রয়েছে৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান করিমগঞ্জ জেলাশাসক আনবুমাথান এমপি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker