Barak UpdatesHappeningsBreaking News

পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান হচ্ছে না কাছাড়ে, অভিযোগ এসইউসিআই-র

১ জুলাই: লকডাউনের কবলে পড়ে বিভিন্ন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের কর্মসংস্থান হচ্ছে না কাছাড়ে৷ এ ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণা, রাজ্য সরকারের প্রতিশ্রুতি কোনও কিছুই কাজে আসছে না৷ অভিযোগ এসইউসিআই-র কাছাড় জেলা কমিটির৷ মঙ্গলবার তাঁরা জেলাশাসকের কাছে এক স্মারকপত্র দিয়ে কাজ না জোটা পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের মাসে সাত হাজার টাকা ভাতা ও বিনামূল্যে রেশন প্রদানের দাবি জানান । তাদের আরও দাবি, সমস্ত পরিযায়ী শ্রমিকদের এমজিএনরেগা সহ অন্যান্য সরকারি প্রকল্পের অধীনে অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ।

এসইউসিআইর পক্ষ থেকে এদিন জেলাশাসককে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয় । দলের পক্ষ থেকে জেলাশাসককে জানানো হয়, নতুন করে নৈশকালীন সান্ধ্য আইনের সময়বৃদ্ধি ও শনি-রবিবারে শিলচর, সোনাই, লক্ষীপুর শহর এলাকায় লক ডাউন ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহ শাক, সব্জি, মাছ, মাংস ইত্যাদির দাম মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে । দীর্ঘ লকডাউন ও করোনা ভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের এমনিতেই অবস্থা বেহাল হয়ে পড়েছে, এর ওপর এই মূল্যবৃদ্ধি জনগণের যন্ত্রণাকে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে । তাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ মাছ, মাংস, ডিম, শাক-সব্জির দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জোরালো ভাবে দাবি জানানো হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker