India & World UpdatesHappeningsBreaking News
রামলীলা : সীতাকে খুঁজতে যাওয়ার নাম করে হরিদ্বার জেল থেকে পালাল দুই বন্দি
ওয়েটুবরাক, ১৩ অক্টোবর : রামলীলায় অংশ নিয়ে সীতাকে খুঁজতে যাওয়ার নাম করে জেল থেকে পালাল দুই বন্দি। পলাতক বন্দিদের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি এবং অন্যজন অপহরণে অভিযুক্ত।
শুক্রবার উত্তরাখণ্ডের হরিদ্বার জেলা কারাগারে বার্ষিক রামলীলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ রামায়ণ অনুসারে ভগবান সীতার সন্ধানে গিয়েছিলেন বানর। সেইমতো জেলবন্দি দুই ‘বানর’ও সীতার সন্ধানে বেরিয়ে পড়েন। পরে আর ফেরেননি। বেশ কিছুক্ষণ পরে জেল কর্তৃপক্ষের নজরে আসে তারা দুজনে উধাও। তারপরেই স্থানীয় পুলিশ পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে অভিযান শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে যায় জেলে৷
জেল পলাতকদের মধ্যে একজন রুরকির বাসিন্দা পঙ্কজ। খুনের মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত। অন্যজন উত্তরপ্রদেশের গোন্ডার বাসিন্দা রাজকুমার। অপহরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই মামলা আদালতে বিচারাধীন। দুজনেই রামলীলায় বানর চরিত্রে অভিনয় করছিলেন।