NE UpdatesHappeningsBreaking News
চূড়াচান্দপুরের লামকায় আজ কুকি শহিদদের গণ সমাধি
ইম্ফল, ৩ আগস্ট ঃ মণিপুরে জাতিগত হিংসার ৩ মাস সম্পূর্ণ হয়েছে। তবে এখনও রাজ্যের বিভিন্ন স্থানে হিংসাত্মক কার্যকলাপ অব্যাহত রয়েছে। এরই মধ্যে মণিপুরের হিংসা জর্জর চূড়াচান্দপুর জেলায় বৃহস্পতিবার জনজাতি সংগঠনগুলো কুকি শহিদদের গণ সমাধির আয়োজন করেছে। বুধবারই জনজাতি নেতারা এক বৈঠকে বসে এ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
বৈঠকের শেষে উপজাতি নেতারা জানান, বৃহস্পতিবার চূড়াচান্দপুরের টুইবুং গ্রাউন্ডে কুকি জো-র শহিদদের সমাধিস্থ করা হবে। একটি সূত্রে জানা গেছে, এই মৃতদেহ চূড়াচান্দপুর জেলার লামকার সরকারি হাসপাতালের মর্গে বর্তমানে ৩৫টি মৃতদেহ রাখা আছে। এর পাশাপাশি কুকি নেতারা সরকারের কাছে অনুরোধ জানান, রাজধানী ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স ও জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের মর্গে থাকা মৃতদেহগুলো যেন চূড়াচান্দপুরে পাঠানোর ব্যবস্থা করা হয়। এই কর্মসূচির জন্য রাজ্যের এই পাহাড়ি জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।