Barak UpdatesHappeningsBreaking News
রামকৃষ্ণ বিদ্যাপীঠে বিশুদ্ধ পানীয়জল প্রকল্পের ব্যবস্থা করল লায়ন্স ক্লাব
১৪ সেপ্টেম্বর : রামকৃষ্ণনগরের রামকৃষ্ণ বিদ্যাপীঠে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন হল। লায়ন্স ক্লাব অফ রামকৃষ্ণনগরের উদ্যোগে এই আকুয়া ওয়াটার ফিল্টার সিস্টেমটি প্রতিস্থাপিত হয়৷ গত শনিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাব সভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন ড.কৃষ্ণরঞ্জন পাল ও রামকৃষ্ণ বিদ্যাপীঠের অধ্যক্ষ শরদিন্দু নাথ মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাব সম্পাদিকা লায়ন ড.জয়িতা সেন।
লায়ন্স ক্লাবের জোন চেয়ারপার্সন লায়ন সব্যসাচী রুদ্র গুপ্ত বলেন, আরও আগেই এটি হওয়ার কথা ছিল৷ লকডাউনের দরুন দেরি হয়ে গেল। আগামীতেও উন্নয়নমূলক কাজে লায়ন্স ক্লাবের প্রচেষ্টা অব্যাহত থাকবে। অধ্যক্ষ শরদিন্দু নাথ মজুমদার তাঁর বক্তব্যের প্রথমেই তাঁর শিক্ষাগুরু হিসেবে লায়ন ড.কৃষ্ণরঞ্জন পালকে উত্তরীয় পরিয়ে ও উপহার প্রদান করে সংবর্ধিত করেন। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি লায়ন ঋষিকেশ রায়, ক্লাব প্রশাসক লায়ন বিদ্যুৎ কর, কোষাধ্যক্ষ লায়ন অমলেন্দু পাল, ক্লাব ডিরেক্টর লায়ন মনোজ নাথ এবং বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন শিক্ষক পংকজ রায়, নীলাংশু চক্রবর্তী,কাজল দাস, রূপাংশু চক্রবর্তী ,বিজয় লাল সোণার, অশিক্ষক কর্মী নীলমণি নাথ প্রমুখ৷