Barak UpdatesHappeningsBreaking News

রাধেশ্যাম বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন

ওয়েটুবরাক, ১১ মার্চ : ইউডিএফের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন৷ এ দিন শিলচরে আয়োজিত কর্মীসভায় তাঁকে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেন সাংসদ সুস্মিতা দেব৷
কিছুদিন ধরেই করিমগঞ্জের এই প্রাক্তন সাংসদের নাম নিয়ে চর্চা চলছিল৷ সম্ভাব্য এক প্রার্থী তালিকাও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল৷ তাতে রাধেশ্যামকে শিলচরের প্রার্থী হিসাবে উল্লেখ করা হয়েছিল৷ সুস্মিতা অবশ্য ওই তালিকা অস্বীকার করেন৷ তিনি আজ জানান, এ ব্যাপারে দলের নির্বাচন কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ রাধেশ্যামও বলেন, তিনি শর্ত রেখে তৃণমূল কংগ্রেসে আসেননি৷ দল দায়িত্ব দিলে অবশ্য লড়াইয়েও আপত্তি নেই তাঁর৷
রাধেশ্যাম বিশ্বাস ২০১৪ সালে ইউডিএফ টিকিটে করিমগঞ্জ আসনে জয়ী হন৷ ২০১৯ সালে তিনি বিজেপি প্রার্থীর কাছে পরাস্ত হন৷ এ বার অবশ্য তিনি করিমগঞ্জে লড়াইয়ে নেই, দল চাইলে শিলচরে লড়বেন বলে জানিয়েছেন সুস্মিতা৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker