Barak UpdatesHappeningsBreaking News
রাধামাধব কলেজ গ্রন্থাগারে ডিজিপির বইদান
ওয়েটুবরাক, ২০ নভেম্বরঃ রাজ্যের পুলিশ প্রধান জি.পি সিঙের তরফে সিভিল সার্ভিস প্রত্যাশীদের জন্য পাঠানো কিছু মূল্যবান বই রাধামাধব কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন কাছাড়ের পুলিশ অধীক্ষক নোমাল মাহাত্তা ও অতিরিক্ত পুলিশ অধীক্ষক সুব্রত সেন । মঙ্গলবার কাছাড় পুলিশের এই দুই উর্দ্ধতন কর্তা রাধামাধব কলেজে গিয়ে অধ্যক্ষ ডঃ দেবাশিস রায় ও লাইব্রেরিয়ান ডঃ সোনালী চৌধুরীর হাতে বইগুলি তুলে দেন। এদিন কলেজের অবকাঠামো উন্নয়ন সহ কলেজ লাইব্রেরি, বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এসপি ও অ্যাডিশনাল এসপি।
লাইব্রেরিয়ান ডঃ চৌধুরী বলেন, “এমনিতে আমাদের লাইব্রেরিতে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের অনেক কালেকশন আছে, সঙ্গে আজকে আরও কিছু মূল্যবান বইয়ের কালেকশন পেলাম যা থেকে কলেজ পড়ুয়ারা ভবিষ্যত জীবনে উপকৃত হবে।” ডঃ সোনালি চৌধুরী পুলিশ অধীক্ষক ও অতিরিক্ত পুলিশ অধীক্ষককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডঃ রাহুল চক্রবর্তী, অধ্যাপক ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী, ডঃ অরুণাভ ভট্টাচার্য, জীবন দাশ, ডঃ রাহুল শরনিয়া, ডঃ কালীপদ দাশ, ডঃ নবনিতা দেবনাথ, ডঃ সূর্য্যসেন দেব, রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী প্রমুখ ।