Barak UpdatesHappeningsBreaking News
রাধামাধব কলেজে মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান
ওয়ে টু বরাক, ১৬ মার্চ : রাধামাধব কলেজে হৃষিকেশ-শেফালিকোনা স্মৃতি পুরস্কার প্রদান করা হলো বৃহস্পতিবার। শিলচরের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের অডিটোরিয়ামে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে হৃষিকেশ-শেফালিকোনা স্মৃতি পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য। উল্লেখ্য, রাধামাধব কলেজের মেধাবী শিক্ষার্থীদের প্রতি বছর কলেজের দাতা পরিবারের সদস্যদের দ্বারা বিভিন্ন পুরষ্কার প্রদান করা হয়। ছাত্র-ছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে নতুন উচ্চতা অর্জনে উৎসাহিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছেন দাতা পরিবারের সদস্যরা।
এদিন মঞ্চে বিভিন্ন গুণীজন ও শিক্ষাবিদরা তাঁদের মূল্যবান বক্তব্য উপস্থিত ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরার পাশাপাশি তাঁদের উৎসাহিত করতে দাতা পরিবারের এই প্রয়াসকে সাধুবাদ জানান। তাঁরা আরও জানান, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত রাধামাধব কলেজ বিভিন্ন বাধাবিঘ্ন অতিক্রম করে ৫২ বছরে সফলতার সঙ্গে পাড়ি দিয়েছে। ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা দিতে স্মৃতি পুরস্কার দেওয়ার এই মহৎ উদ্দেশ্য অন্যান্য কলেজের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ বছর যারা প্রতিভার স্বাক্ষর রেখেছেন সেসব ছাত্র-ছাত্রীদের স্মৃতি পুরস্কার প্রদান করে সম্মানিত করায় দাতা পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কলেজের শিক্ষক, অশিক্ষক সহ উপস্থিত গুণীজনেরা। তাঁদের পড়াশোনা এই পুরস্কার পড়ুয়াদের জীবনে প্রভাব ফেলবে বলে মত প্রকাশ করেন উপস্থিত বক্তারা । তারা ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা সহ রাধামাধব কলেজের শ্রীবৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে রাধামাধব কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের ডিরেক্টর জয়ন্ত ভট্টাচার্য, লক্ষীকান্ত ভট্টাচার্য ও দাতা পরিবারের পক্ষে অনুপ কুমার রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।