Barak UpdatesBreaking News
রাধামাধব কলেজের বাংলা বিভাগ থেকে দেওয়াল পত্রিকা ‘কৃষ্ণকলি’র ত্রয়োদশ সংখ্যা প্রকাশিত
৩০ সেপ্টেম্বর: মহালয়ার পুণ্য লগ্নে রাধামাধব কলেজের বাংলা বিভাগের দেওয়াল পত্রিকা ‘কৃষ্ণকলি’র ত্রয়োদশ সংখ্যা প্রকাশিত হল। উন্মোচন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. প্রভাত কুমার সিনহা।
তিনি বলেন’ দেবী পক্ষ শুরু হয়েছে। অপশক্তির বিরুদ্ধে শুভশক্তির জয় ঘোষণার দিনক্ষণ এটি। আমাদেরও তা ভুললে চলবে না। অন্যায়ের প্রতিবাদ ও স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে চলতে হবে। তবে, প্রতিটা ক্ষেত্রেই ভাল-মন্দের ফারাক বুঝতে হলে শিক্ষা জরুরি। এ দিকটার গুরুত্ব সর্বোপরি। শুধু বাংলা নয়, বিভিন্ন বিভাগের দেওয়াল পত্রিকার লেখনীসমূহকে প্রকাশ করার কথা উল্লেখ করেন।তার জন্য তিনি সব ধরণের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.রাহুল চক্রবর্তীর ভাষণে উঠে আসে ‘কৃষ্ণকলি’র নামকরণের তাৎপর্য। তিনি ছাত্র ছাত্রীদের আগ্রহের প্রশংসা করেন। আরও সুন্দর ভাবে লেখার জন্য অনুপ্রেরণা দেন তাঁদের।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কালিপদ দাস, ড.সুমিতা বসু কে তিনি ধন্যবাদ জানান এত সুন্দর একটি দেওয়াল পত্রিকা তৈরিতে সহযোগিতা করার জন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান ড. অসীমা রায়, বাণিজ্য বিভাগের প্রধান ড. রূপম রায়, লাইব্রেরিয়ান ড. সোনালী চৌধুরী বিশ্বাস প্রমুখ। তাঁরা সবাই তাদের বক্তব্যে বাংলা বিভাগকে ধন্যবাদ দেন এমন একটি সুন্দর পত্রিকা উন্মোচন করার জন্য।অন্যান্য বিভাগের অধ্যাপক সহ অশিক্ষক কর্মচারীরাও উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. সুমিতা বসুর স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।