Barak UpdatesHappeningsBreaking News
সোমবার ১২ ঘণ্টা বনধ পালনের আহ্বান
ওয়েটুবরাক, ২৬ সেপ্টেম্বর : আগামীকাল সোমবারের ভারত বনধ সফল করতে জেলার আপামর জনসাধারণের নিকট আহ্বান জানান শ্রমিক – কৃষক -ছাত্র – যুব-মহিলা সংগঠনগুলির যৌথ মঞ্চ। আজ রবিবার বিভিন্ন সংগঠনের নেতারা জানান, কৃষক বিরোধী সর্বনাশা তিনটি কৃষি আইন বাতিল করা, শ্রমিক বিরোধী শ্রম সংহিতা বাতিল করা, শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি ২১ হাজার টাকা ধার্য করা, জাতীয় শিক্ষানীতি বাতিল করা, কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা প্রদান করা, বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিল করা, রাষ্ট্রায়ত্ত ও সরকারি খণ্ডকে ব্যক্তিগতকরণ করা বন্ধ করা, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ সমস্ত নিত্য – প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ করা, আসাম – মিজোরাম সীমানা বিবাদ দ্রুত নিষ্পত্তি করে সীমানা সংলগ্ন মানুষের জীবন – জীবিকার অনিশ্চয়তার অবসান করা, পাঁচগ্রাম ও জাগীরোডের কাগজকলের শ্রমিক – কর্মচারীদের সমস্ত বকেয়া পাওনা মিটিয়ে মিল দুটো পুনর্বার চালু করা ইত্যাদি দাবিতে আগামীকাল বনধ আহ্বান করা হয়েছে।
যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিয় ভট্টাচার্য, সুব্রত চন্দ্র নাথ, সুভাষ দেব, মৃণাল কান্তি সোম, মাধব ঘোষ, মানস দাস, অরিন্দম দেব, তরুণ নন্দী, রঞ্জন দাস, শ্যামদেও কুর্মী, হায়দর হুসেন চৌধুরী, ফারুক লস্কর ও রাজু দেবনাথ জোটবদ্ধ ভাবে বলেন, আগামীকাল ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বনধ পালন করা হবে৷ অত্যাবশ্যকীয় পরিষেবা যথাক্রমে হাসপাতাল, সংবাদ মাধ্যম, দুগ্ধ পরিষেবা, ঔষধ ইত্যাদিকে বনধের আওতার বাইরে রাখা হয়েছে।