Barak UpdatesHappeningsBreaking News
রাজ্য পর্যায়ে সেরা কর্মচারীর পুরস্কার পেলেন আব্দুল মুনিম
ওয়েটুবরাক, ৮ মার্চ: রাজ্য পর্যায়ে সেরা কর্মচারীর পুরস্কার পেলেন কাছাড় জেলার হরিনগর খন্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মসূচি প্রবন্ধক আব্দুল মুনিম লস্কর। গুয়াহাটি প্রশাসনিক মহাবিদ্যালয়ে রাজ্যের স্বাস্থ্য বিভাগের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত ‘স্বাস্থ্য মন্থন -৬’ শীর্ষক সভায় তাঁকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত করেন রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের মিশন সঞ্চালক এস লক্ষ্মীপ্রিয়া সহ ঊর্ধ্বতন আধিকারিকরা। জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন, জেলা এন এইচ এম-এর কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষও সে সময় উপস্থিত ছিলেন।
এনএইচএম-এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুল মুনিম লস্করের জন্যই হরিনগর স্বাস্থ্যখণ্ডের এক আলাদা সুনাম রয়েছে। স্বচ্ছতা ও অন্যান্য পরিষেবা প্রদানের উল্লেখনীয় অবদানের জন্য গত তিন বছরে লাগাতার কেন্দ্রীয় সরকারের কায়াকল্প পুরস্কার ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে এই স্বাস্থ্যখণ্ড। অতি সীমিত সংখ্যক কর্মী ও স্টাফ রয়েছে ওই স্বাস্থ্যখণ্ডে৷ অথচ পরিষেবার মধ্যে ঝুঁকিপূর্ণ প্রসূতি মহিলাদের নিয়মিত চিকিৎসা প্রদান ও নিরাপদ প্রসব, শিশুর স্বাস্থ্যসেবা, বিনামূল্যে রক্ত প্রদান, তৃণমূল স্তরের কর্মীদের সহায়তায় সরকারি হাসপাতালে প্রসবের জন্য উৎসাহিত করা, এলাকার চা বাগানের হাসপাতালগুলিতে চিকিৎসা সেবার বিস্তার ছাড়াও মিশন উত্তরণ, বাডি মাদার এবং পকিলা প্রকল্পের সঠিক বাস্তবায়ন৷ সবই করে আসছে এই স্বাস্থ্যখণ্ড। আসলে ব্লক প্রোগ্রাম ম্যানেজার আব্দুল মুনিম লস্করের কর্মক্ষমতা ও দক্ষতার জন্যই স্বাস্থ্যখণ্ডটির এমন অগ্রগতি বলে মনে করেন জেলার স্বাস্থ্য আধিকারিকরা।