NE UpdatesAnalyticsBreaking News
নিয়মিত বেতন পান বলে শিক্ষকদেরও দায়িত্ব পালন করা উচিত : পেগু
গুয়াহাটি, ৭ অক্টোবর : শিক্ষা সেতু অ্যাপ নিয়ে রাজ্য জুড়ে যখন আলোচনা সমালোচনা চলছে, তখনই এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ডাঃ রনোজ পেগু। তিনি রাজ্যের শিক্ষকদের নিজেদের কাজকর্মে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী এ দিন বলেছেন, বেতন দিতে একদিন দেরি হলেই রাজ্যজুড়ে হুলস্থুল শুরু হয়ে যায়। সরকার যেহেতু শিক্ষকদের নিয়মিত বেতন দিয়ে আসছে, সেজন্য শিক্ষকদেরও নিয়মিত নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করা উচিত। এর পাশাপাশি পরীক্ষা স্থগিত রেখে অমৃত কলস যাত্রা অনুষ্ঠিত করার বিষয়ে তিনি বলেছেন, দেশের শহীদদের সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জ্ঞাত করার বিষয়ে নেওয়া এই পদক্ষেপ মূলত শিক্ষারই অংশ।
বরপেটা জেলা সফর করার সময় শিক্ষা মন্ত্রী এ দিন বলেছেন, ৬ অক্টোবর মোট ৯০% ছাত্রছাত্রী জেলার বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত ছিল বলে শিক্ষা মন্ত্রী সেদিন তথ্য তুলে ধরেছেন। শিক্ষামন্ত্রী বলেন বরপেটা জেলায় ২০৬৭টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই স্কুলগুলোতে কর্মরত শিক্ষক শিক্ষিকার মোট সংখ্যা ১১,৭৫৮। জেলায় ছাত্র ছাত্রীর মোট সংখ্যা ২,৭৬,৮৩৩।
ওইদিন ১০৫৯৩ জন শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্কুলে হাজির ছিলেন। অর্থাৎ ১,১৬৫ জন শিক্ষক-শিক্ষিকা ওইদিন অনুপস্থিত ছিলেন। এই শিক্ষক শিক্ষিকারা ওইদিন কেন স্কুলে উপস্থিত হননি, তা অনুসন্ধান করার জন্য বরপেটা জেলা বিদ্যালয় শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রী।