NE UpdatesHappeningsBreaking News

রাজ্যসভার ভোটে বিরোধী জোটের প্রার্থিত্ব চায় ইউডিএফ

ওয়েটুবরাক, ৬ জানুয়ারি : ২ এপ্রিলে ফাঁকা হচ্ছে রাজ্যসভায় অসমের দুই আসন৷ মেয়াদ ফুরোচ্ছে কংগ্রেসের রানি নরহ ও রিপুণ বরার৷ এআইইউডিএফ ওই দুই আসনের একটিতে প্রার্থী দিতে চায়৷ দলের সাধারণ সম্পাদক করিমউদ্দিন বড়ভুইয়া বলেন, বিরোধীরা জোট বেঁধে একটি আসনে প্রার্থী দিলে একজন অ-বিজেপি সাংসদ বাড়বে রাজ্যসভায়৷ কিন্তু সে জন্য বিরোধীদের সম্মিলিত প্রার্থী দিতে হবে৷ তাঁর দাবি, এ বার সবাই মিলে এআইইউডিএফকে সমর্থন করুক৷ তাঁরা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন ওরফে সাজুর বক্তব্য, তাঁরা এতদিন কংগ্রেসকেই সমর্থন করেছেন৷ এখন কংগ্রেস তাঁদেরকে আসনটি ছেড়ে দিয়ে পাশে দাঁড়াক৷

কংগ্রেস অবশ্য এখনও এ ব্যাপারে সরকারি ভাবে কিছু জানায়নি৷ তবে কংগ্রেস বিধান পরিষদীয় দলনেতা দেবব্রত শইকিয়া আগেই জানিয়েছিলেন, বিরোধীদের একটি আসন জেতা নিশ্চিত৷ তাই তাঁরা একটি আসনেই প্রার্থী দেবেন৷

এই সময়ে বিধানসভায় কংগ্রেসের ২৭ জন সদস্য রয়েছেন৷ তাঁদের মধ্যে শশীকান্ত দাস ও শেরমান আলি আহমেদের দলের সঙ্গে সংশ্রব নেই৷ ইউডিএফের রয়েছে ১৫ জন ৷ অখিল গগৈ ও মনোরঞ্জন তালুকদারকে নিয়ে মোট বিরোধী শক্তি ৪২৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker