India & World UpdatesHappeningsBreaking News
রাজনীতির জ্ঞান নেই রাহুল গান্ধীর, কটাক্ষ হিমন্তের
ওয়েটুবরাক, ১৮ নভেম্বর : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ‘আনপড় বাচ্চা’ বা অশিক্ষিত বলে মন্তব্য করলেন। তাঁর দাবি, রাজনীতি নিয়ে কোনও জ্ঞান নেই রাহুল গান্ধীর।
গান্ধী পরিবারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার আগে বিজেপি নেতাদের নিজেদের খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। তিনি অমিত শাহ এবং রাজনাথ সিংয়ের ছেলেদের প্রসঙ্গ তুলে তাঁরা কী করেন, এই প্রশ্নও করেছিলেন৷
বুধবার এরই জবাব দিলেন হিমন্ত ৷ তাঁর দাবি, ‘বংশগত বা পরিবারতান্ত্রিক রাজনীতি’ কাকে বলে তা নিয়ে কোনও ধারণা নেই রাহুলের। রাহুল গান্ধী নিজেই পরিবারতান্ত্রিক রাজনীতির কেন্দ্রে আছেন বলে মন্তব্য করেন তিনি। এরই সঙ্গে পরামর্শ দিয়েছেন, অন্যের দিকে আঙুল তোলার আগে রাহুলের নিজের দলকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করা উচিত।
অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘অমিত শাহের ছেলে রাজনীতিতে নেই৷ কিন্তু রাহুলের পুরো পরিবার সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত। যখন একটি সম্পূর্ণ পরিবার রাজনীতিতে নিযুক্ত থাকে এবং একটি দলকে নিয়ন্ত্রণ করে, তখন তাঁর তা স্বীকার করা উচিত। দুর্ভাগ্যক্রমে, তিনি এটি বুঝতে পারেন না। একজন অজ্ঞ ব্যক্তির কাছ থেকে আমরা এর চেয়ে বেশি কী আর আশা করতে পারি?’
এরই সঙ্গে রাহুল গান্ধীকে ‘অশিক্ষিত বাচ্চা’ বলেও কটাক্ষ করেন হিমন্ত। তাঁর দাবি, রাজনীতি নিয়ে কোনও জ্ঞান নেই রাহুলের। মুখ্যমন্ত্রীর মতে, ‘রাহুল গান্ধীর উচিত নতুনদের সুযোগ করে দেওয়া। তাঁর বাবা, মা, বোন সবাই রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর পরিবার একটি পুরো দলকে নিয়ন্ত্রণ করে। এটা বিজেপিতে দেখা যাবে না৷’