Barak UpdatesHappeningsBreaking News
রাঙ্গিরখাড়িতে প্রস্তাবিত গার্ডওয়ালের ফলক উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী
ওয়ে টু বরাক, ২৯ নভেম্বর : কোনও সভা ও বিবৃতি ছাড়াই মঙ্গলবার সকালে চটজলদি শিলচর রাঙ্গিরখাড়িতে এসে রাঙ্গিরখালের গার্ড ওয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
এ দিন নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা পরে অনুষ্ঠানস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী। তাঁর আগমণ ঘিরে শিবকলোনি রাস্তার মুখে আগে থেকেই প্রচুর জমায়েত ছিল।
সকাল থেকেই অনুষ্ঠানস্থলটি ঘিরে রেখেছিল পুলিশ ও আধা সামরিক বাহিনীত জওয়ানরা।
মুখ্যমন্ত্রী এসেই প্রথমে গার্ড ওয়াল সংক্রান্ত ফলকটি উন্মোচন করেন। সেসময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী অশোক সিংহল ও জয়ন্তমল্ল বরুয়া। ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
প্রস্তাবিত গার্ডওয়ালের ফলক উন্মোচনের পর মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকা পড়ুয়াদের সঙ্গে সামান্য বার্তালাপও করেন। তাদের সঙ্গে সেলফিও উঠেন হিমন্ত। এমনকি দুএকজন স্থানীয় বাসিন্দার সঙ্গেও তাঁর কথা হয়। পরে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে যোগ দিতে শিলচর জেলাশাসকের কার্যালয়ে চলে যান।