Barak UpdatesHappeningsBreaking News
রাঙ্গিরখালের গার্ডওয়াল নির্মাণে মাটি ধসে হত শ্রমিক
ওয়েটুবরাক, ২ মার্চঃ শিলচর রাঙ্গিরখালের গার্ড ওয়াল নির্মাণে অঘটন। গার্ডওয়াল নির্মাণের যে কাজ চলছে, সেখানে মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম ছমার ওরাঙ। বাড়ি ঝাড়খণ্ডে। অন্যদের সঙ্গে তিনি রাঙ্গিরখালে গার্ডওয়াল তৈরির কাজ করছিলেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় কনকপুর বাজার সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গার্ড ওয়ালের নির্মাণ কাজে ব্যবহৃত একটি মিকচার মেশিন হঠাত করে নালায় পড়ে গেলে গুরুতর আহত হন এক শ্রমিক। আসলে মিকচার মেশিন নালার পার থেকে মাটি ধসে আচমকা নালায় পড়ে যায়। এতে কাজে নিয়োজিত চার পাঁচ জন শ্রমিক প্রাণে বাচলেও একজন শ্রমিক নালায় ঝাঁপ দিলে বড় একটি পাকার খুঁটির নীচে পড়ে যান। প্রায় আধ ঘন্টা চেষ্টার পর তাঁকে জেসিবি দিয়ে উদ্ধার করা হয়। অন্য শ্রমিকরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারে হাত লাগান। আশঙ্কাজনক অবস্থায় ওই শ্রমিককে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সন্ধ্যা রাতের এই দুর্ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ দিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে রাঙ্গিরখাড়ি পুলিশ। প্রাথমিক তদন্ত করেন পুলিশ কর্মীরা। ঘটনার পর থেকে গার্ডওয়ালের কাজ বন্ধ রাখা হয়।