Barak UpdatesHappeningsBreaking News

রাঙ্গিরখাড়ি কৃষ্ণচরণ রোডে বালিশচাপা দিয়ে গলার হার চুরি

২০ মে: কার্ফুর মধ্যে কাকভোরে চোর হানা দিল রাঙ্গিরখাড়ি থানাধীন কৃষ্ণচরণ রোডে৷ মনীষ পোদ্দার নামে একজনের বাড়ির কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢোকে চোর৷ মনীষবাবু একঘরে ঘুমোচ্ছিলেন৷ অন্য ঘরে তাঁর স্ত্রী জয়শ্রী পোদ্দার ও মেয়ে রুচিশ্রী৷ রাত ৩টা পর্যন্ত রুচিশ্রী পড়াশোনা করছিল৷ জয়শ্রী তখন তার পাশে  শুয়ে-বসে ছিলেন৷ এর পরে আলো জ্বালিয়েই ঘুমিয়ে পড়েন মা-মেয়ে৷ কিছুক্ষণের মধ্যেই চোর ভেতরে ঢুকে মনীশবাবুর শোয়ার ঘরে তালা ঝুলিয়ে দেয়৷ পরে মা-মেয়ের ঘরে গিয়ে আলো নিভিয়ে দেয়৷ হাতিয়ে নেয় দুটি দামী মোবাইল ও  ৩০ হাজার টাকা৷ পরে জয়শ্রীদেবীর মুখে বালিশচাপা দিয়ে ছিনিয়ে নেয় তার গলার হার৷ বালিশচাপার দরুন জয়শ্রীদেবী ছটফট করতে থাকলে রুচিশ্রীর ঘুম ভেঙে যায়৷ তখনই সে একজনকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে৷ তবে চোর একজনই ছিল নাকি একাধিক, কেউ বলতে পারছেন না৷

Rananuj

খবর পেয়ে পুলিশ গোয়েন্দা কুকুর নিয়ে তদন্তে নামে৷ আশেপাশে যে সব বাড়িতে রাজমিস্ত্রি-জোগাড়ে কাজ করছিলেন, সবাইকে ডেকে এনে সারি বেঁধে দাঁড় করায়৷ কিন্তু গোয়েন্দা কুকুর কাউকে সন্দেহ করেনি৷ এ পর্যন্ত চোর বা চুরির সামগ্রীর সন্ধান পায়নি পুলিশ৷ চুরির চেয়ে বালিশচাপার ঘটনায় এলাকাবাসীর উদ্বেগ বেড়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker