India & World UpdatesBreaking News
রমজানের জন্য ভোটের সময় পরিবর্তন হচ্ছে না, জানাল কমিশন
৭ মে : রমজান মাসে ভোটের সময় বদলাচ্ছে না। ভোট তার আগের সময়সূচি অনুযায়ীই হবে। নির্বাচন কমিশন এ কথা স্পষ্ট করেছে। বিভিন্ন সংগঠনের তরফে রমজান মাসে নির্বাচনের সময় কিছুটা এগিয়ে আনার দাবি করা হয়েছিল। কিন্তু কমিশন জানিয়েছে সময়ের বদল হচ্ছে না।
দাবি ছিল ভোর সাড়ে চারটে বা পাঁচটার মধ্যে ভোট প্রক্রিয়া শুরু হোক। কিন্তু কমিশন জানিয়েছে, আগের চারটি দফার মতো বাকি তিনটি দফাতেও সকাল সাতটা থেকে শুরু হবে ভোট প্রক্রিয়া। এর আগে সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত জনস্বার্থ মামলা দায়ের হয়। তাতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে থাকা ডিভিশন বেঞ্চ কমিশনের বক্তব্য জানতে চায় এবং সিদ্ধান্ত নিতে বলে। এরপর কমিশন জানিয়ে দেয়, সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না।
সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন মহম্মদ নিজামউদ্দিন পাশা এবং আসাদ হায়াত নামে দুই আইনজীবী। তাঁরা দবি করেন, দেশজুড়ে তাপপ্রবাহ চলছে। এরই মধ্যে রমজান মাস শুরু হয়ে যাচ্ছে। তাই ৬, ১২ এবং ১৯ মে যে ভোটগ্রহণ হবে তার সময় দুই থেকে আড়াই ঘন্টা করে এগিয়ে আনা হোক। এই দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় সর্বোচ্চ আদালত। আবেদকারীরা বলেন, সারাদিন না খেয়ে থাকা ভোটারদের পক্ষে দুপুরের রোদে ভোট দেওয়া কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে। তাই ভোট গ্রহণের সময় এগিয়ে আনা হোক।
মঙ্গলবার থেকেই রমজান মাস শুরু হয়েছে। গত ১০ মার্চ ভোট ঘোষণার সময়ও এ নিয়ে বিতর্ক হয়। বিভিন্ন রাজনৈতিক দল দাবি করে, রমজানের সময় ভোটগ্রহণ উচিত বিষয় নয়। হয় তা পিছিয়ে দেওয়া হোক বা এগিয়ে আনা হোক। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলও দাবি করে এতে মানুষের সমস্যা। কিন্তু শেষমেশ নির্দিষ্ট সময়ে ভোট করানোর পক্ষে রইল কমিশন।