Barak UpdatesAnalyticsBreaking News
রবিবার সন্ধ্যায় নরসিংটোলা মাঠে সম্মিলিত মঞ্চের বসন্ত উৎসব
ওয়ে টু বরাক, ২৩ মার্চ ঃ দেশজুড়ে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর রাজনৈতিক হাওয়া সরগরম হয়ে উঠেছে। কিন্তু এর মধ্যেই পরম্পরাগত বসন্ত উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে বাঙালি। এমনিতেই হোলি উৎসব কোনও একটি প্রদেশে সীমাবদ্ধ নয়, এই উৎসবের রঙ ছড়িয়ে পড়ে সারা দেশে। আর এরই অঙ্গ হিসেবে কাছাড়ের শিলচরেও বসন্ত উৎসবকে কেন্দ্র করে একাধিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ হোলির একদিন আগেই বসন্ত উৎসবের আয়োজন করেছে। রবিবার অর্থাৎ ২৪ মার্চ শিলচর শহরের কেন্দ্রস্থলে থাকা নরসিংটোলা মাঠে বসন্ত উৎসব আয়োজন করা হবে। অনুষ্ঠান শুরু হবে সন্ধে ৫টা ২১ মিনিটে। সম্মিলিত মঞ্চের আওতাভুক্ত বিভিন্ন সংগঠন এই উৎসবে অনুষ্ঠান পরিবেশন করবে। অর্থাৎ নাচে-গানে জমজমাট হয়ে উঠবে নরসিংটোলা প্রাঙ্গন। থাকবেন আমন্ত্রিত অতিথিরাও। মঞ্চের পক্ষে উৎসব-প্রেমী শিলচরবাসীকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।