Barak UpdatesAnalytics
রবিবার সকালে বয়স্কদের জন্য পথচলা মর্নিং ক্লাবের
২১ জানুয়ারি : করোনা পরিস্থিতির পর এক বড় সংখ্যায় মানুষ শরীর চর্চার ওপর জোর দিয়েছেন। সকাল- সন্ধ্যেয় অনেকেই এখন হাঁটার অভ্যেস গড়ে তুলেছেন। যুব প্রজন্মের ছেলেমেয়েদের যেমন দেখা যায়, তেমনি বয়স্কদের মধ্যেও এর প্রভাব বর্তমানে আরও বেড়েছে। দেখা যাচ্ছে, শিলচর শহরেও বহু মানুষ সাত সকালেই হাঁটতে বেরোন। এদের মধ্যে কেউ রাস্তায় হাঁটেন, কেউ বা ডিএসএ মাঠকে নিজের পছন্দের স্থান হিসেবে বেছে নেন।
এই বার্তা ছড়িয়ে দিতেই শিলচরের মর্নিং ক্লাব আগামী ২৪ জানুয়ারি, রবিবার সকালে এক পথচলার আয়োজন করেছে। সকাল ৬টায় জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে এই হাঁটা শুরু হবে। মূলত বয়স্কদের জন্যই এই পথচলা। অংশগ্রহণের মাপকাঠি রাখা হয়েছে ৫০ বছর। উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা আবহের মধ্যে সরকারি বিধি নিষেধ মেনে এই হাঁটা অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে করোনা নির্মূলের বার্তাও দেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।