NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

উচ্চতর মাধ্যমিকের ফলাফল ঘোষণা
HS results declared: Pass percentage 99.06 in Science, 99.57 in Commerce & 98.93 in Arts

৩১ জুলাই : আসাম উচ্চ মাধ্যমিক কাউন্সিল শনিবার সকালেই আগের ঘোষণামতো এ বছরের উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের ফলাফল ঘোষণা করেছে। সকাল ৯টা থেকে ৮টি ওয়েব সাইটের মাধ্যমে ফলাফল ঘোষণা শুরু হয়।

উচ্চ মাধ্যমিকের কলা শাখায় এ বছর উত্তীর্ণের হার ৯৮.৯৩ শতাংশ। বাণিজ্য শাখায় উত্তীর্ণ ৯৯.৫৭ শতাংশ এবং বিজ্ঞান শাখায় উত্তীর্ণের হার ৯৯.০৬ শতাংশ। কলা শাখায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৫৮২৪৪ জন পরীক্ষার্থী, দ্বিতীয় বিভাগে ৮৯৫২০ জন এবং তৃতীয় বিভাগে ৪২০২৯ জন।

বাণিজ্য শাখায় প্রথম বিভাগে উত্তীর্ণ ১১,১৮৯, দ্বিতীয় বিভাগে ৫৪৯৭ জন এবং তৃতীয় ১৬৭৮। বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে পাশ ৩২,৯১৭ জন, দ্বিতীয় বিভাগে পাশ ৪৬০৯ ও তৃতীয় বিভাগে ৫৪২ জন। রাজ্যের জেলাগুলোর মধ্যে কলা শাখায় সবচেয়ে বেশি উত্তীর্ণের হার মাজুলি জেলায় ৯৯.৯১ শতাংশ।পাশের হার সবচেয়ে কম চরাইদেও জেলায় ৯৬.১৭ শতাংশ। বাণিজ্য শাখায় ১০০ শতাংশ উত্তীর্ণের হার রাজ্যের ১৩টি জেলায়। এই জেলাগুলো হচ্ছে বিশ্বনাথ, ধেমাজি, ধুবড়ি, গোয়ালপাড়া, কোকরাঝাড়, মাজুলি, নলবাড়ি, মরিগাও, দক্ষিণ শালমারা, ওদালগুড়ি, পশ্চিম কার্বি আংলং, চরাইদেও এবং চিরাং। বাণিজ্য শাখায় সর্বনিম্ন উত্তীর্ণের হার ডিমা হাসাও জেলায়। বিজ্ঞান শাখায় ১০০ শতাংশ উত্তীর্ণ জেলাগুলোর মধ্যে আবার শীর্ষস্থানে রয়েছে ডিমা হাসাও। বিজ্ঞান শাখায় সর্বনিম্ন উত্তীর্ণের হার কোকরাঝাড় জেলায় ৯৬.৮৬ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker