Barak UpdatesHappenings
রবিবার বঙ্গভবনে শিলচর কালচারাল ইউনিটের নাটক
শিলচর, ৬ জানুয়ারি : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় এ মাসের নাটক মঞ্চস্থ হবে আগামী ৭ জানুয়ারি, রবিবার৷ এই মাসে পরিবেশিত হবে উইলিয়াম শেক্সপিয়রের সেই বিখ্যাত নাটক ‘ওথেলো’৷ মূল নাটকটিকে বাংলায় অনুবাদ করেছেন কমল রায়চৌধুরী৷ সম্পাদনা ও নির্দেশনায় এই অঞ্চলের বরিষ্ঠ নাট্যব্যক্তিত্ব শেখর দেবরায়৷ পরিবেশনায় শিলচর কালচারাল ইউনিট৷
ঠিক সাড়ে ছটায় বঙ্গভবনে নাটক শুরু হবে৷ বরাক বঙ্গের কাছাড় জেলা সমিতির সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ ধর জানান, বেশ কিছুদিন বন্ধ থাকার পর ১০ ডিসেম্বরে ফের এ মাসের নাটক শুরু হয়েছে৷ ‘আজকের প্রজন্ম’ পরিবেশন করে ‘দ্য অ্যামেজিং গার্ল’৷ সেদিন অভূতপূর্ব সাড়া মেলে নাটকপ্রিয় দর্শকদের কাছ থেকে৷ তিনি আশাবাদী, আগামী রবিবার ‘ওথেলো’ দেখতেও ব্যাপক হারে দর্শকরা নির্দিষ্ট সময়ের আগেই বঙ্গভবনে উপস্থিত হবেন৷
ফেব্রুয়ারি ও মার্চে এ মাসের নাটক করার কথা রয়েছে পূবালি ও সারস্বতের৷