NE UpdatesAnalyticsBreaking News
ত্রিপুরা আন্তর্জাতিক সীমান্তে ৭ দিনের লকডাউন7 days lockdown imposed along Tripura international border
১৪ জুলাই : মঙ্গলবার ত্রিপুরার সীমান্ত অঞ্চলে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এ দিন সন্ধ্যায় ত্রিপুরা সরকার এই ঘোষণা করে। এই লকডাউন ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামীণ অঞ্চলগুলোতে সীমান্ত থেকে ১ কিলোমিটার দূরত্ব পর্যন্ত এবং পুর এলাকায় ৫০০ মিটার দূরত্ব পর্যন্ত লাগু থাকবে। ১৭ জুলাই সকাল ৭টা থেকে ৭ দিন এই লকডাউন কার্যকর হবে।
ত্রিপুরার মুখ্যসচিব মনোজ কুমার লকডাউন সম্পর্কিত এক নির্দেশ জারি করে লকডাউন চলাকালীন সময়ে সব ধরনের যাতায়াত বিশেষ প্রয়োজন ছাড়া নিষিদ্ধ বলে ঘোষণা করেন। এই লকডাউনের সময় সরকারি কার্যালয়, স্কুল, কলেজ সহ সব ধরনের ব্যক্তিগত প্রতিষ্ঠান ও বাজার, দোকানপাট ইত্যাদি বন্ধ থাকবে। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমা রয়েছে। গত কিছুদিন ধরে সীমান্ত এলাকায় বেশ কিছু কোভিড পজিটিভ রোগী পাওয়া গেছে, যাঁদের কোনও ভ্রমণ ইতিহাস ছিল না। এর জেরেই সীমান্ত অঞ্চলে এই লকডাউনের ঘোষণা বলে মনে করা হচ্ছে।