NE UpdatesHappeningsBreaking News
রথে দুর্ঘটনা : উচ্চ পর্যায়ের তদন্ত চায় সিপিএম
ওয়েটুবরাক, ২৯ জুন : কুমারঘাটে উল্টো রথের দিন রথের চূড়ার সঙ্গে বিদ্যুৎ লাইনের স্পর্শে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, এত নিরীহ মানুষের প্রাণহানি ঘটে, তাতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলেন সিপিএম নেতা, প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত৷
তিনি বলেন, একটি ধর্মীয় শোভাযাত্রায় প্রশাসনিক অনুমতি, দায়দায়িত্ব, নিয়ন্ত্রণ, নীতি নির্দেশিকা থাকে৷ তদারকি, জননিরাপত্তার ব্যবস্থা থাকে৷ কিন্তু কুমারঘাটে কি সে সব ছিল ? তাঁর প্রশ্ন, ত্রিপুরা রাজ্যে কি আইনের শাসন আছে ?
নিরীহ ধর্মপ্রাণ মানুষগুলো নৃশংসভাবে প্রাণ হারালেন, এতজন আহত হলেন! তাঁদের তো কোন অপরাধ ছিল না! তাহলে এতগুলো প্রাণ কেন দিতে হলো ? কে জবাব দেবে?
অমিতাভ একে ত্রিপুরা রাজ্যে সংগঠিত সর্ববৃহৎ মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করে বলেন, নিহত ও আহতদের পরিবারগুলোকে সরকারিভাবে সর্বাধিক আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা অবিলম্বে প্রদান করতে হবে। নিহত পরিবারগুলোতে কমপক্ষে একজনকে যোগ্যতা অনুযায়ী সরকারি স্থায়ী চাকরি প্রদান করতে হবে। আহতদের চিকিৎসার সমস্ত দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে।
মর্মান্তিক এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে উচ্চ পর্যায়ের তদন্ত সংগঠিত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জোরালো দাবি তোলেন অমিতাভ৷