Barak UpdatesHappeningsCulture
রত্নদীপ দেবের ‘লকডাউনঃ সময়ের দহনকথা’ প্রকাশিত
৬ জুলাইঃ ‘ভয় হয় স্তব্ধতা যদি জাপটে ধরে/যদি উটকো প্রশ্ন আসে-/সময়ের আঁচড় কতটা গভীর?’ লিখেছেন কবি রত্নদীপ দেব। একই কাব্যগ্রন্থে তাঁর লেখা, ‘খবরের ভেতর খবরঃ/ভালবাসাহীন অদৃশ্য নৌকোর কাছে/তলিয়ে যাচ্ছে সভ্যতা…।’ আবার কোথাও রয়েছে, ‘ছন্দে ফেরা কি এত সহজ!’ প্রথম পাতায় কবির বয়ান, ‘সীমাহীন শূন্যতা পাত পাড়ে/শহরের বড় রেস্তোরায় কিংবা/ফাঁকা চা স্টলে…’
৫০টি কবিতা দুই মলাটে আটকে রত্নদীপ তাঁর নতুন সৃষ্টির নাম রেখেছেন ‘লকডাউনঃ সময়ের দহনকথা’। সোমবার মধ্যশহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে উন্মোচন হয় এর। মূলত আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক বিশ্বতোষ চৌধুরীর হাতেই মুক্তি ঘটে রত্নদীপের কাব্যগ্রন্থের। সঙ্গে ছিলেন আরেক কবি সুজিতকুমার দাস ও সাংবাদিক উত্তমকুমার সাহা।
সাংবাদিক-শিল্পী অংশুমান আচার্যের সঙ্গীতে অনুষ্ঠানের সূচনা হয় এ দিন। পরে উন্মোচক ড. বিশ্বতোষ চৌধুরী বলেন, দহন ছাড়া কবিতা হতে পারে না। লকডাউনের সময়ের যে দহনকথা রত্নদীপ তাঁর কবিতাগুলিতে ধরে রেখেছেন, তা সময়ের দলিল হয়ে উঠবে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ড. রূপরাজ ভট্টাচার্য, চন্দ্রিমা দত্ত, সুজিত দাস ও সুশান্ত ভট্টাচার্য।