Barak UpdatesHappeningsBreaking News
রজতজয়ন্তীতে সরস্বতী সঙ্গীত বিদ্যালয়, ২২ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠান
ওয়েটুবরাক, ১৮ এপ্রিল : ১৯৯৮ সালে শিলচর শহরে গুটি গুটি পায়ে যাত্রা শুরু করে সরস্বতী সঙ্গীত বিদ্যালয়৷ এখন এই প্রতিষ্ঠান পঁচিশের যুবা৷ এ বার তাই বিদ্যালয় কর্তৃপক্ষ রজতজয়ন্তী উদযাপনের উদ্যোগ নিয়েছে৷ বছর ভর নানা অনুষ্ঠানে রজতজয়ন্তীর পরিকল্পনা করা হয়েছে৷ কিছু হবে প্রতিযোগিতামূলক, কিছু প্রদর্শনমূলক৷
তবে মূল উৎসব হবে দুটি৷ উদ্বোধনী এবং সমাপ্তি৷ সোমবার সাংবাদিকদের ডেকে এইসব পরিকল্পনার কথা তুলে ধরেন স্কুল পরিচালন কমিটির সভাপতি ডা. অজিত ভট্টাচার্য, অধ্যক্ষ রথীন্দ্র চক্রবর্তী এবং উৎসব কমিটির আহ্বায়ক ভাস্কর দাস৷ তাঁরা বলেন, ২২ এপ্রিল রজতজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান৷ সে দিন দুই প্রবীণ শিল্পী নির্মল আচার্য (সঙ্গীত) ও রতন বিশ্বাস (সেতার)-কে সংবর্ধনা জানানো হবে৷ তবে৷ জমকালো আকর্ষণীয় অনুষ্ঠান হবে সমাপ্তি পর্বে৷ সেটা নভেম্বরে করার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তাঁরা৷ বরাক উপত্যকায় বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর পরম্পরাগত পোশাকে প্রভাতফেরীর মধ্য দিয়ে সে দিনের কর্মসূচি শুরু হবে৷ মূল মঞ্চেও থাকবে সকলের কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরার প্রয়াস৷ সুস্থ সংস্কৃতি বাঁচিয়ে রাখা সকলের দায়বদ্ধতা বলে উল্লেখ করেন রথীন্দ্র চক্রবর্তী৷
ভাস্কর দাস অন্যান্য অনুষ্ঠানের কথা জানিয়ে বলেন, রজত জয়ন্তী বর্ষের প্রতি মাসে একটি করে অনুষ্ঠান হবে৷ সেগুলিতে এই অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হবে৷ এ ছাড়া, সরস্বতী সঙ্গীত বিদ্যালয়ের কর্মশালার পরম্পরা মেনে একটি কর্মশালাও করবেন তাঁরা৷
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়া ভাওয়াল, মৌসুমী এস চৌধুরী, স্বর্ণালী দেব, শিবাণী রায়, গার্গী চক্রবর্তী ও সুব্রতা ভট্টাচার্য৷