Barak UpdatesHappeningsBreaking News
রংপুর শনিমন্দিরে সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির স্বাস্থ্য শিবির
ওয়েটুবরাক, ১ জুলাই : গত রবিবার শিলচর উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির উদ্যোগে এবং রংপুর শ্রীশ্রীশনিমন্দির কমিটির ব্যবস্থাপনায় এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। কাছাড় ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি প্রাক্তনীদের এই ধারাবাহিক সামাজিক উন্নয়নের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই শিবিরের নেতৃত্বে ছিলেন প্রাক্তনী সমিতির সভানেত্রী ডাঃ বিজয়লক্ষী দাস৷ জেলা স্বাস্থ্য বিভাগের তরফে উপস্থিত ছিলেন ডাঃ শার্মিন আক্তার সদিয়াল ও ডাঃ সায়ন বৈষ্ণব৷ প্রাক্তনী সমিতির বহু সদস্যার উপস্থিতিতে তাঁরা এদিন প্রায় ৩০০ রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন।
সম্পাদিকা সংগীতা দত্ত জানান, ২০১৭ সাল থেকে সমিতি নিজেদের শতাব্দীপ্রাচীন স্কুলের সার্বিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে যৌথভাবে জনসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে এবং সবার সহযোগিতায় আগামীতেও তারা এধরনের কাজ চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সমিতি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বাতিল করলেও বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে নিজেদের সামাজিক দায়িত্ব পালন করে চলেছে।