NE UpdatesHappeningsBreaking News

যোরহাট গুলিকাণ্ডের মুখ্য অভিযুক্ত এনকাউন্টারে জখম

ওয়েটুবরাক, ৩০ নভেম্বর : যোরহাট গুলিকাণ্ডের মুখ্য অভিযুক্ত রাহুল শাহুকে মঙ্গলবার রাতে লাম়ডিং থেকে গ্রেফতার করা হয়৷ বুধবার দুপুরে সে পুলিশের গুলিতে জখম হয়৷

Rananuj

একই সপ্তাহে দুইটি এনকাউন্টারের ঘটনা ঘটল যোরহাটে৷ পুলিশের গুলিতে জখম হয়েছেন দুই ধৃত যুবক৷ একই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল৷ পুলিশ জানিয়েছে, সুনীল শর্মা নামে এক ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করেছিল দুষ্কৃতীরা৷  তিনি তা দিতে অস্বীকার করলে তাকে গুলিবিদ্ধ করে৷ সে দিনই প্রাঞ্জল বরা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়৷ বাজেয়াপ্ত করা হয়েছিল একটি পিস্তল ও ছুরি৷ আর এক অভিযুক্ত রাহুল শাহুকে মঙ্গলবার রাতে লাম়ডিং থেকে গ্রেফতার করা হয়৷ শাহু ট্রেনে চেপে পালিয়ে যাচ্ছিল৷ পরে তাকে নিয়ে পুলিশ লামডিং থেকে যোরহাটের উদ্দেশে রওয়ানা হয়৷

তাদের কথায়, তিতাবরে আসতেই সে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তখন তারা তার পেছনে ছুটে ধরতে ব্যর্থ হলে বাধ্য হয়ে গুলি চালায়৷ পরে জখম শাহুকে হাসপাতালে এনে ভর্তি করে৷ একই হাসপাতালে এখনও চিকিতসাধীন ধৃত প্রাঞ্জল বরা৷ তাকেও রবিবার পুলিশ গুলিবিদ্ধ করে৷ দুইজনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় গাড়ি ও মোটর সাইকেল চুরির অভিযোগ রয়েছে জানিয়েছে পুলিশ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker