NE UpdatesHappeningsBreaking News
যানচালকদের প্রতিবাদে মেঘালয়ে পর্যটন ক্ষতির মুখে, তৎপর প্রশাসন
ওয়েটুবরাক, ২৮ জুলাই : পর্যটক নিয়ে যাওয়া বাইরের বাণিজ্যিক গাড়িগুলিকে শুক্রবার মেঘালয়ের যানচালকরা শিলঙে আটকে দেওয়ার ঘটনা ঘিরে উত্তর-পূর্বাঞ্চল সরগরম হয়ে ওঠে। বিশেষ করে, অসম ও মেঘালয়ে দিনভর চলে বৈঠকের পর বৈঠক। দুই রাজ্যের সম্পর্ক নিয়েও প্রশ্ন ওঠে। যদিও মেঘালয় সরকার এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ে জড়িত সকলে যানচালকদের কর্মকাণ্ডের নিন্দাই করছেন। খাসি ছাত্র সংস্থাও পর্যটক সহ বাইরের যানচালকদের অভয় দিয়ে প্রেসবার্তা জারি করেছে। পর্যটকরা যে কোনও সময় শিলঙে আক্রান্ত হতে পারেন বলে আমেরিকার সতর্কবার্তার পরই মেঘালয় সরকার ওই ঘটনা নিয়ে ততপর হয়ে ওঠে। দশজন যানচালককে গ্রেফতার করে। উপমুখ্যমন্ত্রী প্রিস্টন টিংসং বলেন, বিক্ষিপ্ত কোনও ঘটনায় এমন সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। তিনি নির্ভয়ে পর্যটকদের মেঘালয় ভ্রমণের আহ্বান জানান। পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরাও সংঘবদ্ধ ভাবে বলেন, এই ধরনের ঘটনা ঘটলে রাজ্যের পর্যটন বিকাশের জন্য এতদিনের যে প্রয়াস, সব ব্যর্থ হবে। হোটেল মালিকরা জানান, শুক্রবার ঘটনার পরই ত্রিশ শতাংশ বুকিং বাতিল হয়ে গিয়েছে। শনিবার বাতিল হয়েছে পঞ্চাশ শতাংশ। আসাম ট্যাক্সি ড্রাইভারস অ্যাসোসিয়েশনের প্রশ্ন, তাঁদের তিন রাজ্যে গাড়ি চালানোর পারমিট থাকার পরও কেন হয়রানি করা হবে। অসম সরকারের মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া বলেন, অসম ও মেঘালয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রয়েছে। এই ধরনের ঘটনা আলোচনার মাধ্যমে মিটে যাবে।