Barak UpdatesHappeningsBreaking News
মৎস্য উৎপাদন বাড়াতে বরাকের প্রথম উধারবন্দে প্যাডেল হুইল অরেটর পদ্ধতি চালু
১০ আগস্ট : কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি মৎস্য উৎপাদন দ্বিগুণ করতে মৎস্য চাষিদের নতুন বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণের আবেদন জানিয়েছেন। তিনি মঙ্গলবার উধারবন্দের দুর্গানগরে মৎস্যচাষের একটি নতুন পদ্ধতি প্যাডেল হুইল অরেটার চালু করেন। ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, জেলার মাছের চাহিদা উৎপাদনের তুলনায় বেশি। মৎস্য চাষিরা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে মৎস্য উৎপাদন করলে জেলার চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য চাষিদের আয়ও বাড়বে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ সভাপতি অমিতাভ রাই এবং জেলা মৎস্য উন্নয়ন আধিকারিক রফিকুল হক প্রাসঙ্গিক বক্তব্য রাখেন।
উল্লেখ্য, প্যাডেল হুইল পদ্ধতিতে একটি ডিভাইসের মাধ্যমে ফিসারিতে অক্সিজেন বাড়িয়ে দ্বিগুণ মাছ চাষ করা যায়। সাধারণত এক বিঘা জমিতে এক হাজার মাছের পোনা চাষ করা যায়। কিন্তু এই পদ্ধতিতে এক বিঘা জমিতে দুই হাজার মাছের পোনা চাষ করা যায় এবং দ্রুত মাছের উৎপাদন বৃদ্ধি পায়। এতে একটি ডিভাইসের মাধ্যমে ফিসারিতে অক্সিজেনের জোগান দেওয়া হয়। উধারবন্দের দুর্গানগরের এই ফিসারিতে ৩০ বিঘা জমিতে মোট পাঁচটি ইউনিটে পাঁচটি ডিভাইস লাগানো হয়েছে। অনুষ্ঠানে মৎস্য উন্নয়ন বিভাগ থেকে জানানো হয়, ইচ্ছুক মৎস্য চাষিরা এ ধরনের পদ্ধতির মাধ্যমে ডিভাইসের সুযোগ নিতে হলে জেলা মৎস্য উন্নয়ন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন।