NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মোদির হাত ধরে প্রথম বিমানবন্দর অরুণাচলে
ওয়েটুবরাক, ১৯ নভেম্বর : অরুণাচল প্রদেশের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর ডোনি পোলোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাজধানী ইটানগর থেকে ডোনি পোলোর দূরত্ব ২০ কিলোমিটারের সামান্য বেশি। এত দিন ইটানগরের নিকটতম বিমানবন্দর ছিল ৮০ কিলোমিটার দূরের অসমের লীলাবাড়ি বিমানবন্দর। হলঙ্গির অনাবাদী জমিতে ওই বিমানবন্দরটি গড়তে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার খরচ পড়েছে প্রায় ৬৪৫ কোটি টাকা। ২০১৯ সালে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন মোদি। তিন বছরের মধ্যে এর উদ্বোধন করে শনিবার মোদি বললেন, ‘‘আমাদের সরকার উন্নয়নের ক্ষেত্রে রাজনীতিকে প্রাধান্য দেয় না।’’ নতুন এই বিমানবন্দর অরুণাচলের বাণিজ্য এবং পর্যটন শিল্পে নতুন মাত্রা আনবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
A very special visit to Arunachal Pradesh to inaugurate the Donyi Polo Airport in Itanagar. I would urge you all to visit this beautiful state and experience its warm hospitality. pic.twitter.com/X5Jk8OKsUx
— Narendra Modi (@narendramodi) November 19, 2022
অরুণাচলবাসীকে নয়া বিমানবন্দর উপহার দেওয়ার জন্য শনিবার মোদিকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।