NE UpdatesHappeningsBreaking News
মেয়েকে বাঙালি ছেলের সঙ্গে বিয়ে দিলেন আলফা নেতা
ওয়েটুবরাক, ৭ অক্টোবর: সেই স্কুলে পড়ার সময় থেকে প্রেম। এক দশকের বেশি সময়ের প্রেমপর্বে পদ্মা ও ব্রহ্মপুত্রে অনেক জল গড়িয়েছে। প্রেমিক বাংলাদেশের পড়াশোনার পাঠ চুকিয়ে অধুনা অস্ট্রেলিয়া নিবাসী। ভারতীয় প্রেমিকার কারাবন্দি ‘উগ্রপন্থী’ বাবা দুই দেশের কূটনৈতিক হস্তক্ষেপে কারামুক্ত। আপাতত তিনি শান্তি আলোচনার নেতা। কিন্তু ধানমন্ডির অনির্বাণ চৌধুরির সঙ্গে আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়ার মেয়ে বন্যার প্রেমে এতটুকুও ভাঁটার টান পড়েনি। এত দিন নানা সমস্যা, করোনা জটিলতায় চার হাত এক হয়নি। কিন্তু এই পুজোতে আর দেরি না করে ডিব্রুগড়ের জেরাইগাঁওতে মেয়ে বন্যার বিয়ে সেরে ফেললেন অনুপ চেতিয়া।
কন্যার বয়স এখন ২৭। অনির্বাণ ৩০। প্রায় ২৮ বছর নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফার নেতা হিসেবে বাংলাদেশে ছিলেন তিনি ও তাঁর পরিবার। তার মধ্যে অনুপের বিশ বছরের বেশি সময় কাটে বাংলাদেশের বিভিন্ন কারাগারে। ধানমণ্ডির মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়ার সময়ই কন্যা বন্যার সঙ্গে সম্পর্ক তৈরি হয় অনির্বাণের। অনুপ ওরফে গোলাপ বরুয়ার পরিবার মেয়ের ইচ্ছেয় কখনও অসম্মতি জানায়নি। অনুপ জানান, মেয়ের আনন্দেই তাঁদের আনন্দ। বাংলাদেশের মানুষের অতিথিপরায়ণতা, উদারমনের পরিচয় তিনি নিজে পেয়েছেন। তাই সেখানে মেয়ের বিয়ে দিতে পেরে আনন্দিত। বন্দি হিসেবে নয়, বেয়াই হিসেবেই এ বার তিনি বাংলাদেশ যেতে চান।২৫ নভেম্বর মেলবোর্নের ইসকন মন্দিরে বরপক্ষের তরফে অনুষ্ঠান হবে।