Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

মেয়াদ ফুরোচ্ছে ১৮ আগস্ট, সুস্মিতা কি ফের টিকিট পাবেন?

ওয়েটুবরাক, ২৮ জুন : আগামী ২৪ জুলাই রাজ্যসভার ১০ আসনে নির্বাচন৷ পশ্চিমবঙ্গে ৬, গুজরাট ৩ এবং গোয়ার ১ আসনে একই সঙ্গে ভোট হবে বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন৷ অসমের কোনও আসনে সে সময়ে ভোটগ্রহণ না থাকলেও বরাকের মানুষের চোখ ওই নির্বাচনের দিকে৷ কারণ আগামী ১৮ আগস্ট মেয়াদ ফুরোবে তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের সাংসদ পদের মেয়াদ৷ এ বার তৃণমূল তাঁকে ফের টিকিট দেবে কি না, এ নিয়ে উপত্যকা জুড়ে চর্চা চলছে৷ সুস্মিতা মানস ভুইয়ার ইস্তফার দরুণ শূন্য হওয়া আসনের উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন৷ এ বার ওই আসনে তাঁকে ফের টিকিট দেওয়া না হলে তাঁর রাজনৈতিক ভবিষ্যতের সামনেই প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাবে৷ এখন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তাঁকে দায়িত্ব দিয়ে তৃণমূল গোহারা হেরেছে৷ শিলচর আসন তফশিলি জাতির জন্য সংরক্ষিত করার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন৷

Rananuj

সব যদি-কিন্তুর মধ্যে সুস্মিতা দেবের বক্তব্য, “টিকিট নিয়ে ভাবছি না৷ দল যখন যে দায়িত্ব দিয়েছে, পালন করার আপ্রাণ চেষ্টা করেছি৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker