Barak UpdatesHappeningsBreaking News
মেডিক্যলের মতোই স্বল্প খরচে সাধারণ রোগীদের চিকিৎসা হবে কাছাড়ের ২২টি বেসরকারি হাসপাতালে
৩১ মার্চ : কোনও রোগীর কাছে অটল অমৃত কার্ড না থাকলেও তাঁকে তাড়িয়ে দেওয়া যাবে না। বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে গেলেও কর্তৃপক্ষ ওই রোগীর চিকিৎসা করতে বাধ্য থাকবেন। এমনই বার্তা দিয়েছে সরকার। শিলচর মেডিক্যাল কলেজকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করায় এ বার সাধারণ রোগীরা চিকিৎসার জন্য যাবেন শহরের বিভিন্ন নার্সিংহোমে। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী কাছাড় জেলার ২২টি বেসরকারি হাসপাতালে এই সাধারণ রোগীদের চিকিৎসা হবে।
যে ২২টি হাসপাতালে চিকিৎসা হবে, তার মধ্যে রয়েছে, মেডিল্যান্ড নার্সিংহোম, গ্রিনহিলস হাসপাতাল, সুদীপ্তা নার্সিংহোম, নাইটেঙ্গল হসপিটাল, কে সি নার্সিংহোম, ভ্যালি হাসপাতাল, সাউথসিটি হাসপাতাল, এস এস পলিক্লিনিক ও নার্সিংহোম, লাইফ লাইন হাসপাতাল, মেডিনোভা হাসপাতাল, ইমানুয়েল রুরাল হসপিটাল, আর ই নার্সিংহোম, বরোজ মেমোরিয়াল, ক্রিশ্চিয়ান হাসপাতাল, ইলোরা নার্সিংহোম, শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম, শিলচর আই ক্লিনিক, গ্রেসওয়েল হসপিটাল, লায়ন্স চক্ষু হাসপাতাল, সুন্দরী মোহন সেবা ভবন, রেডক্রস হাসপাতাল, কাছাড় ক্যান্সার হাসপাতাল ও চৌধুরী আই ক্লিনিক।
মেডিক্যাল সূত্রে বলা হয়েছে, এতদিন যে সব রোগীরা অটল অমৃত যোজনার কার্ড নিয়ে মেডিক্যাল কলেজে যেতেন, এ বার তাঁরা কার্ড নিয়ে সরাসরি যাবেন নার্সিংহোমে। এমনকি এই রোগীরা নার্সিংহোম গুলোতে ভর্তি হওয়ার পর চিকিতসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা, সিটি স্ক্যান, সনোগ্রাফি, এক্সরে সব করাতে পারবেন। তবে প্রয়োজনীয় কোনও টেস্টের সুবিধা সংশ্লিষ্ট হাসপাতালে না থাকলে রোগীকে তা বাইরে থেকে করিয়ে আনতে হবে বলে মেডিক্যাল কর্তৃপক্ষ জানান।
এ দিকে সরকারের সঙ্গে বেসরকারি হাসপাতালের চুক্তি অনুযায়ী কোনও রোগীর অপারেশনের সরকার হলেও তা গাইডলাইন মোতাবেক করতে হবে। অর্থাৎ উল অমৃত যোজনায় যে নিয়মকানুন লাগু রয়েছে, এখানেও সেই একই বিষয় থাকবে। শিলচর মেডিক্যাল কলেজকে করোনা হাসপাতাল ঘোষণা করায় বর্তমানে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে সাধারণ রোগীদের চিকিৎসা হবে ২২টি বেসরকারি হাসপাতালে। মেডিক্যাল কলেজে শুধুমাত্র ইমার্জেন্সি বিভাগ ছাড়া বাকি সব বিভাগ সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।